
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে শনিবার। নবীনদের বরণ করে নিতে ক্যাম্পাসকে সাজিয়ে তোলা হয়েছে আলপনার নানা রঙে। আর এই নতুন রঙে ক্যাম্পাসকে সাজিয়ে তুলতে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন অভয়ারণ্য। তারা আপন মনে রং তুলিতে রাঙিয়ে তুলছেন বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট, সব ফ্যাকাল্টি গেইট সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা।
আল্পনাতে রঙে নতুন রুপে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিত্র ও বর্তমান ব্যাচগুলোর নাম, যাতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ব্যাচেগুলোর পরিচয় পেতে পারে। এই আলপনা কাজের স্পন্সর করেছে গ্রিন আর্কিটেক্ট। অভয়ারণ্যের অভয়দের সাথে সার্বিক সহযোগিতা করেছে চারুকলা বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীরা বলেন, আমাদের বরণ করে নিতে আমাদের সিনিয়রাও ক্যাম্পাসে আলপনা একে সাজিয়েছিলেন, ফুল দিয়ে বরণ করেছিলেন, মিষ্টিমুখ করিয়েছিলেন এবং উপহার দিয়েছিলেন। ক্যাম্পাসকে নবরূপে রূপায়িত করছে এটা দেখে আমাদেরও ভালো লাগছে। দেখে মনে হয় ১৭৫ একরের এই ক্যাম্পাসটা প্রাণ ফিরে পেয়েছে। যারা নিজেদের অর্থায়নে এতো কষ্ট করে ক্যাম্পাসটা সাজিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘আমরা নবীনদের বরণ করতেই রং দিয়ে সাজাচ্ছি এই বিশ্ববিদ্যালয়। আমরা চেষ্টা করেছি প্রতিটি ভবনের সামনে এবং মেইন গেইট সাজাতে। তাছাড়া নামকরণ করা হয়েছে এমন ৭ টি ব্যাচের নামও আমরা লিখেছি যাতে নবীনরা তাদের আগের ব্যাচের সাথেও পরিচয় হতে পারে। আমরা চাই নবীন শিক্ষার্থীরা চরম আত্মনির্ভরতা এবং উৎফুল্লতার সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন এই রঙিন রাস্তা দিয়ে শুরু করুক।