বুড়িচংয়ে ফকির আব্দুস সালাম রহ: এর ৪৮ তম বার্ষিক ওরুছ মাহফিল সম্পন্ন

বুড়িচং, কুমিল্লা:

গতকাল ২২ জুন, শনিবার দিবাগত রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে অবস্থিত হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম রহ: ৪৮ তম বার্ষিক ওরুছ মাহফিল মাজার – মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরুছ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর হযরত শেখ শাহজাদা গোলাম মোঃ আব্দুল কাদের কাওকাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, আব্দুল করিম চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নজির আহমদ,হাজী জালাল উদ্দিন, তরুন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আমজাদ হোসেন।

মোঃ গোলাম হাসান আল কাদরী ও মোঃ শাহজাহান এর উপস্থাপনায় ওরুছ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বুড়িচং নজরুলিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মাওঃ মোঃ শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী।

বিশেষ বক্তা ছিলেন, হযরত মাওঃ মোঃ আবু সাঈদ নঈমী আত্ন তাহেরী,বরুড়া।

তাকরির পেশ করেন, আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওঃ কাজী মোঃ আল ইমরান, মাওঃ মোঃ মুমিনুল ইসলাম, মাওঃ মোঃ এমদাদুল হক ফারুকী,মাওঃ মুফতি এম ফাহাদ হোসাইন, হাফেজ শওকত আহমদ, মাওঃ কাজী মোঃ নজরুল ইসলামসহ আরো অনেকে। মাহফিল কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন, মোঃ আবু তাহের,মোঃ মুমিনুল ইসলাম, মোঃ হোসেন, আলমগীর হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যগণ।

উক্ত ওরুছ মাহফিলটি গত ২২জুন, শনিবার বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত চলে। পরে মিলাদ কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়ি পুড়ে ছাই, অক্ষত পবিত্র আল কোরআন

মোঃ হাসানুজ্জামান:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে তৈলধারা গ্রামে বসত বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র।

তবে ভয়াবহ এই অগ্নিকান্ডে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে গেলেও অক্ষত অবস্থায় রয়েছে ঘরে থাকা পবিত্র আল কোরআন।

১৩ মার্চ (বুধবার) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নে তৈলধারা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে সিএনজি চালক শাহ আলম মিয়ার বসত বাড়িতে এই ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিক ভাবে এলাকাবাসী ও সখীপুর উপজেলা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুরো ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এবিষয়ে কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদুজ্জামান ফরিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
অসাবধানতাবসত গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। যা পরবর্তীতে সখীপুর উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা বলেন, শাহ আলম মিয়া পেশায় একজন সিএনজি চালক। বসতঘরসহ আসবাবপত্র পুড়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হল তার। তবে বাড়িতে থাকা পরিবারের মানুষের কোন ক্ষতি হয় নি।

এদিকে বসতবাড়িতে আগুন লাগায় বাড়ির মালিক সিএনজি চালক শাহ আলম মিয়াসহ পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চান তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান