সুস্থ ও আদর্শ সংস্কৃতি বিকাশে তারাকান্দা পরিবার

হুমায়ুন কবির,স্টাফ রিপুর্টারঃ বর্তমান যুগকে বলা হয় আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির সুষ্ঠু ও সুন্দর ব্যবহারই পারে সামাজিক ও আঞ্চলিক সাংস্কৃতিক বন্ধন মজবুত করে সকলকে ঐক্যবদ্ধ করতে।

যদিও এর অপব্যবহারে প্রায়ই নানাধরনের অপ্রীতিকর ঘটনা শুনা যায় এবং বলা হয়ে থাকে প্রযুক্তির কারনে মানুষ দিন দিন অসামাজিক হয়ে যাচ্ছে। কিন্তু এর পুরোপুরি উল্টা চিত্র তারাকান্দা পরিবার নামক একটি ফেসবুক গ্রুপের। যা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার একদল উদ্যমি তরুণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উপজেলার নানা ধরনের সমস্যা তুলে ধরে প্রশাসনের নজরে আনা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে উপজেলার মানুষের অংশগ্রহণ ও তাদের সুপ্ত প্রতিভার বিকাশে এই পরিবারের ভূমিকা অপরিসীম। অসহায় মানুষের সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন অনলাইন প্রতিযোগিতার আয়োজন ও অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করে থাকে।

যেখানে তথ্য প্রযুক্তির অপব্যবহারে দিন দিন মানুষ সামাজিকতা হারাচ্ছে ঠিক তার বিপরীতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে উপজেলার মানুষকে একত্রিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উক্ত ফেসবুক গ্রুপের উদ্যমি তরুণরা।

সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসাবে দেশাত্মবোধক গান, নাচ, কবিতা আবৃত্তি, হামদ-নাত প্রতিযোগিতা ও বিভিন্ন ফটো কনটেস্ট এর আয়োজন করে। তারই অংশ হিসাবে আজ ফটো কনটেস্ট–৫ অংশগ্রহণকারী ২ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত গ্রুপের উদ্যমি তরুণরা।

 

 

“তারাকান্দা পরিবার” নামক এই গ্রুপের বিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেন মানুষকে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে বাঁচাতে ও এর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উপজেলার সর্বস্তরের জনগণকে একত্রিত করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও উপজেলার উন্নতি সাধন করা তাঁদের লক্ষ্য ও প্রধান উদ্দেশ্য। তাছাড়া জনগনের সুপ্ত প্রতিভার বিকাশে ভূমিকা রাখাও তাদের অন্যতম লক্ষ্য বলে জানা যায়।

লে লে মাজা লে”

স্টাফ রিপোর্টারঃ

এই ভারতীয় সংস্কৃতি এমন এক সংস্কৃতি যেখানে রবীন্দ্রনৃত্য থেকে ভারতনাট্যম যতটা আপন, ঠিক তেমনি আপন করে নেয় পাশ্চাত্য শিক্ষাকেও। আর তারই মধ্যে অত্যধিক জনপ্রিয় একটি পাশ্চাত্য নাচ হলো বেলি ডান্স। আগে বিদেশ বিভুঁয়ে যে বেলিডান্স এর প্রচলন ছিল এখন প্রচুর নৃত্যশিল্পী এই নাচ আয়ত্ত করার চেষ্টা করছে।

শেষত বলিউডে বহুচর্চিত এখন বেলি ডান্স। অভিনেতা অভিনেত্রীরা হামেশাই চর্চা করেন এই নাচ নিয়ে। যবে থেকে বলিউডের নোরা ফাতেহি জনপ্রিয়তা পেয়েছে তবে থেকেই বেলি ডান্স যেন সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে। তবে কেবল সেলিব্রেটিরা নয় এখন নির্দ্বিধায় এই নৃত্য শিল্প আয়ত্ত করার জন্য এগিয়ে আসছেন যুবতীরা।

তলে লে লেইতো প্রায় বেলি ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। এই যেমন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যুবতীর বেলি ডান্স তাক লাগিয়ে দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে যুবতীর পরনে রয়েছে দুই পিস পোশাক‌।

 

বলিউডের বিখ্যাত গান “লে লে মাজা লে” এর তালে দূর্দান্ত বেলি ড‍্যান্স করে ভাইরাল হয়েছেন এই যুবতী। গানের তালে তালে যেভাবে সে কোমরে, শরীরে হিল্লোল তুলছেন তা সত্যিই অনবদ্য। নাচের সাথে আবেদনময়ী ভঙ্গি ও সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেছে। তার নিখুঁত স্টেপ নজর কেড়েছে। ভিডিওটি পোস্ট হতেই প্রচুর মানুষ সেটি পছন্দ করেছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম