১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:২৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিনোদন প্রতিবেদক॥
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করলেন পপতারকা আরিয়ানা সাইদ। তার কথায়, তালেবানকে পরিচালনা করে পাকিস্তান। ইসলামাবাদের অঙ্গুলি হেলনে পরিচালিত হয় এই জঙ্গি গোষ্ঠী। পাশাপাশি, ভারতকে আফগানিস্তানের ‘প্রকৃত বন্ধু’ বলে দাবি করেছেন আরিয়ানা। এই পপতারকা ভেঙেছিলেন অচলায়তন। নিয়মের শৃঙ্খল খুলে আফগানিস্তানের প্রথম মহিলা পপতারকা হিসেবে প্রকাশ্য স্টেডিয়ামে গান গেয়েছিলেন তিনি। কিন্তু দেশ তালেবানের দখলে যেতেই আফগানিস্তান ছেড়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আরিয়ানা জানান, আমি এ জন্য পাকিস্তানকে দায়ী করবো।
তালেবানকে শক্তিশালী করার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। বছরের পর বছর ধরে আমরা এর প্রমাণ পেয়েছি। আমাদের দেশের সরকার যখনই কোনো তালেবান জেহাদিকে আটক করেছে, দেখা গিয়েছে সে পাকিস্তানের নাগরিক। খুব স্বাভাবিকভাবেই আমি পাকিস্তানকে দায়ী করবো। এরপরই তিনি আফগানিস্তানের পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে আরিয়ানা বলেন, পাকিস্তান তালেবান জেহাদিদের প্রশিক্ষণ দেয়। পাকিস্তানেই রয়েছে তাদের ঘাঁটি। তাই আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে আবেদন জানাবো, যাতে তারা পাকিস্তানকে আর্থিক সাহায্য না করে। না হলে সেই অর্থ দিয়ে পাকিস্তান তালেবানদের সাহায্য করবে।
Leave a Reply