বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয়

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ ক্রিকেট দল ১৫ বছর পর ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জয়লাভ করেছে, যা সত্যিই একটি ঐতিহাসিক অর্জন। এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য বিশেষ গুরুত্ব রাখে এবং দলের উন্নতির একটি বড় চিত্র প্রকাশ করে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় অর্জনের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের অদম্য আত্মবিশ্বাস এবং কার্যকরী কৌশলের পরিচয় পাওয়া যায়।

এবার হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তুলে নিয়েছে ১০১ রানের ব্যবধানে বড় জয়। এতে সিরিজ শেষ করেছে ১-১ সমতায় টাইগার বাহিনী।

 

প্রথম টেস্টে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিং নেন টােইগার অধিনায়ক মেহেদী মিরাজ। কিন্তু জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাদমান ইসলাম।

 

জবাবে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে টাইগাররা। দলের হয়ে একাই লড়াই করেছেন জাকের আলি।

 

তবে ৯ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। তার দৃঢ়তায় ২৬৮ রান করে বাংলাদেশ। জয়ের জন্য ক্যারিবিয়ানদের টার্গেট দাঁড়ায় ২৮৭ রানের। ৫ ছক্কা ও ৮ চারে ৯১ রান করেন জাকের। এছাড়া সাদমান ৪৬ ও মিরাজ ৪২ রান যোগ করেন।

 

২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৭ রানের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তাইজুল ও তাসকিন আহমেদ। মিকাইল লুইস ৬ ও কাসি কার্টি ১৪ রান করে আউট হন। তবে কেভাম হজ ও ক্রেইগ ব্রাফেটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল। ব্রাফেট ৪৩ ও হজ ৫৫ রান করে আউট হন।

 

তাদের বিদায়ের পর আর কেউ থিতু হতে পারেনি। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। তাইজুল নেন ৫টি উইকেট। এছাড়া তাসকিন ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।

 

প্রসঙ্গত, ২০০৯ সালের সাফল‍্যকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজেই দুটি টেস্ট জিতেছিল টাইগার বাহিনী। এত দিন কোনো পঞ্জিকা বর্ষে এটাই ছিল সেরা সাফল‍্য। এবার জিতল তিনটি ম্যাচ। পাকিস্তানকে তাদেরই মাটিতে দুই ম‍্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সব মিলিয়ে এই বছর দেশের জয় হল তিনটি টেস্ট ম্যাচ। আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের কোনো আসরে এটাই বাংলাদেশের সেরা সাফল‍্য।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ২৬৮

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ২৮৭) ৫০ ওভারে ১৮৫ (ব্র‍্যাথওয়েট ৪৩, লুই ৬, কার্টি ১৪, হজ ৫৫, আথানেজ ৫, গ্রেভস ২০, দা সিলভা ১২, আলজারি জোসেফ ৫, রোচ ৮, সিলস ১*, শামার জোসেফ ৬; হাসান ৬-০-২০-২, তাসকিন ১০-০-৪৫-২, তাইজুল ১৭-৫-৫০-৫, রানা ৯-২-৩২-১, মিরাজ ৮-০-৩১-০)।

সবা:স:জু-১৬৭/২৪

শেষ ষোলতে ইংল‌্যান্ড ও যুক্তরাষ্ট্র

‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলতে উঠেছে ইংল‌্যান্ড ও যুক্তরাষ্ট্র। ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে ইংল‌্যান্ড গ্রুপ চ‌্যাম্পিয়ন হয়ে খেলবে শেষ ষোলতে। ৩ ম‌্যাচে তাদের পয়েন্ট ৭। ইরানকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের পর আবার তারা শেষ ষোলতে জায়গা করে নিয়েছে।

 

ইরান এ নিয়ে ছয়বার বিশ্বকাপ খেলে একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি। প্রথম ম‌্যাচে ইংল‌্যান্ডের কাছে ৬-২ গোলে হারের পর দ্বিতীয় ম‌্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যাওয়ার লড়াইয়ে শামিল হয়েছিল ৩ পয়েন্ট নিয়ে।

 

‘বি ‘ গ্রুপ থেকে চার দলেরই সুযোগ উন্মুক্ত ছিল শেষ ষোলতে যাওয়ার। সেই সুযোগ কাজে লাগিয়েছে ইংল‌্যান্ড ও যুক্তরাষ্ট্র। ওয়েলসকে যেতে হলে ইংল‌্যান্ডকে হারাতে হতো ৩ গোলের ব‌্যবধানে। সেখানে নিজেরাই হেরে যায় ৩-০ গোলে.। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের শুধু ড্র করলেই হতো। যুক্তরাষ্ট্রের জয় ভিন্ন আর কোনও পথ খোলা ছিল না। তারা সে পথই খুঁজে নেয় ১-০ গোলে ম‌্যাচ জিতে। ৩ ডিসেম্বর ‘এ’ গ্রুপ চ‌্যাম্পিয়ন নেদারল‌্যান্ডেরসের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। পরের দিন ‘এ’ গ্রুপের রানার্সআপ সেনেগালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল‌্যান্ড।

 

আল তুমামা স্টেডিয়ামে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ার পর যুক্তরাষ্ট্র এগিয়ে যায় ৩৮ মিনিটে। আম দিক থেকে ভেসে আসা ক্রস থেকে ডেস্ট মাপা হেড করে বক্সের ভেতর ‍পুলিসিককে দিলে তিনি তার যথাব‌্যবহার করেন দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে।

 

প্রথমার্ধে ইরান চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন‌্য ঘুরে দাঁড়ায়। চাপ তৈরি করে যুক্তরাষ্ট্রের উপর। একাধিক সুযোগও তৈরি করে। কিন্তু কাঙ্খিত গোলের দেখা আর পায়নি।

 

আহমেদ বিন আলী স্টেডিয়ামে ওয়েলসকে প্রথমার্ধে ইংল‌্যান্ডকে গোল বঞ্চিত রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর সম্ভব হয়নি। পরপর দুই মিনিটে দুই গোল করে ইংল‌্যান্ড এগিয়ে যায়। ৫০ মিনিটে রাশফোর্ডের গোলে ইংল‌্যান্ড এগিয়ে যাওয়ার পর ৫১ মিনিটে অধিনায়ক কেনের পাস থেকে ফোডেন গোল করেন। ৬৮ মিনিটে ফিলিপসের কাছ থেকে বল পেয়ে রাশফোর্ড নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। এবারের বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল। ইকুয়েডরের ভ‌্যালেন্সিয়া, ফ্রান্সের এমবাপে ও নেদারল‌্যান্ডসের গাকপোর সঙ্গে তিনি যৌথভাবে শীর্ষে আছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের