শিক্ষার্থী নেই তবুও এমপিওভুক্ত হলো স্কুলটি

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছেপড়াঝার আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাশে আসেনা কোন শিক্ষার্থী, তবুও এমপিওভুক্ত হয়েছে বিদ্যালয়টি। গত ৬ জুলাই প্রকাশিত এমপিওভুক্তির তালিকায় নাম এসেছে বিদ্যালয়টির। এমন খবরে ওই বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দিত হলেও বিস্মিত এলাকার অনেকেই।
এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে বিদ্যালয়টি অফিস খোলা হলেও নেই কোনো ছাত্র-ছাত্রী। এই প্রতিষ্ঠানটি কীভাবে এমপিওভুক্ত হয়,। সরেজমিনে মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি খোলা থাকলেও ক্লাশে নেই কোন শিক্ষার্থী। প্রতিবেদক বিদ্যালয়ে যাওয়ার পরে তিনজন শিশু-কিশোরকে বিদ্যালয়ে ডেকে আনেন অফিস সহায়ক দাইমুল ইসলাম। পরে একটি শ্রেণি কক্ষে তাদের বসিয়ে দিয়ে একটি করে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির বই দিয়ে বসিয়ে দেওয়া হয়। এসময় তাদের কাছে ছিলোনা কোন খাতা, কলম। বাধন নামে এক কিশোর বলেন, আমি স্কুলের পাশে খেলা করতেছি, স্যার আমাকে ডেকে এনে ক্লাশে বসতে বলল।
বিদ্যালয়ের পাশের বাড়ির জীবন নামে এক ব্যক্তি বলেন, এই স্কুলে কিছু ছাত্র/ছাত্রী আছে তারা একসাথে দুই স্কুলে ভর্তি হয়ে আছে। তারা অন্য স্কুলে ক্লাশ করে। এসময় বিদ্যালয়ে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক ইসমাঈল হোসেন বলেন, আমরা স্কুল টিফিন দিয়েছি, সবাই বাড়িতে গেছে। তবে কখন টিফিন দিয়েছেন তার সদুত্তর দিতে পারেনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান মুঠোফোনে জানান, আমি বাইরে আছি, আপনারা কি পারেন লিখেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার বলেন, বিষয়টি আমি তদন্ত করে দেখবো।

ঘোড়াঘাটে প্যানেল মেয়র কাদেরের  বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা

 ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ১নং প্যানেল মেয়র তথা ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের মিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছেন (৭,৮,৯) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা সিদ্দিকা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ও আসামী একই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ায় নানা ভাবে তাকে কু-প্রস্তাব দিতেন ও যৌন হয়রানির চেষ্ঠা করতেন। আসামীর কু-প্রস্তাবে বাদী রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি ও বিভিন্ন সময় তার শরীরে কৌশলে হাত দেওয়ার চেষ্টা করতেন। এধরনের একটি অডিও আমাদের৷ হাতে এসেছে যা শুনে স্পষ্ট বুঝায় কাদের যৌন হয়রানি করেছেন।

এজাহার সূত্রে আরো জানা যায়, গত ২১/০১/২০২৩ ইং তারিখে অনুমান দুপুর ১২.৪০ ঘটিকায় আসামী তার ব্যবহৃত ফোন থেকে বাদীর ফোনে ফোন দিয়ে পুনরায় কু-প্রস্তাব দিয়ে তার বাসায় ডাকে। বাদী তার প্রস্তাবে সাড়া না দিয়ে ঐ দিনই বেলা অনুমান ৩.০০ ঘটিকায় পৌর অফিসে টিসিবির উৎবৃত্ত পণ্যগুলো কিভাবে বিতরণ করা হবে, জানার জন্য পৌর মেয়রের কাছে গেলে মেয়র ব্যস্ত থাকায় কাউন্সিলর রুমে অপেক্ষার প্রক্কালে আসামী পিছন থেকে তাকে ঝাপটে ধরে শরীরে হাত দেয়।

ঘটনার বিষয়ে আসামীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ না করার কারনে   তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘোড়াঘাট থানার উপপরিদর্শক আব্দুস সালাম (মামলার আয়ু) এর সাথে ঘটনার বিষয়ে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। যাহার মামলা নং- ০২/১৪, তারিখ: ০৩/০২/২০২৩ইং। আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নি, আমরা আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
এদিকে জানাযায় টাকার জোরে কাদের এই মামলা থেকে বাচার জন্যবিভিন্ন জায়গায় দৌড় ঝাপ করছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম