মাদক ব্যবসায়ীর হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত, মামলা নিতে নারাজ ব্রাহ্মণপাড়ার ওসি

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদক ব্যবসায়ীদের পূর্বপরিকল্পিত হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, পুলিশ এ ঘটনায় মামলা নিতে অনীহা প্রকাশ করেছে।

গত ৪ এপ্রিল সন্ধ্যায় মনোহরপুর থেকে সংবাদ সংগ্রহ করে ব্রাহ্মণপাড়ায় ফেরার পথে রামনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী মো. কিবরিয়া, মো. ফয়সাল এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

হামলার ফলে একজন গুরুতর জখম হন, একজনের পায়ের হাড় ভেঙে যায় এবং অপরজনও আঘাতপ্রাপ্ত হন। হামলাকারীরা ল্যাপটপ, ক্যামেরা, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে নেয়।

স্থানীয় সূত্র জানায়, মো. কিবরিয়ার দেশের বাড়ি নোয়াখালীর মাইজদী, এনআইডি কার্ডে ঠিকানা ঢাকা ধানমন্ডি হলেও তিনি মাদক ব্যবসা সহজলভ্য করার লক্ষ্যে বুড়িচংয়ে বিবাহ করেন। তিনি পূর্বে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা চালিয়ে গেলেও গত ৫ আগস্টের পর ভোল পাল্টে কথিত সাংবাদিক পরিচয়ে কার্যক্রম পরিচালনা করছেন। কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

হামলার সময় বিবাদীরা বুড়িচংয়ের আলোচিত সাংবাদিক মহিউদ্দিন হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে একই ধরনের হুমকি দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ওসি মামলা গ্রহণে অনীহা প্রকাশ করেছেন।

তদন্তকারী অফিসার এসআই অমৃত মজুমদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে। থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হবে।

এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বরুড়ায় মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত

বরুড়ায় মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা বরুড়ার আলোচিত সামাজিক সংগঠন ওরাই আপনজন এর উদ্যোগে ঢাকার উত্তরায় মাইলস্টোনে বিমান বিধস্ত হয়ে নিহত শিক্ষার্থীদের আত্বার মাগফিরাত ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই ২৫ ইং সকাল ১১ টার সময় ডকটরস কমিউনিটি হসপিটাল,বরুড়া ডাঃ আনিস উল হাসান হল রুমে এ দোয়ার ও বিশেষ মুনাজাত আয়োজন করে ওরাই আপনজন সামাজিক সংগঠন।

সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে মিলাদ শরীফ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা চার বারের ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, আঞ্চলিক স্কাউট এর সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আখতারুজ্জামান, আগানগর ডিগ্রি কলেজের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মোঃ শাখাওয়াত হোসেন সাবেক বিসিআইসির জিএম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম,সহ সভাপতি মোঃ আবদুস সালাম,যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, দপ্তর সম্পাদক মোঃ মহিন উদ্দিন, সংগঠনের দায়িত্ব শীল ডাঃ আবদুল কাদের, মুফতি কাজী মমিন উল্লাহ, মোঃ মশিউর রহমান,মোঃ বোরহান,মোঃ মাসুদ,মাওলানা মোঃ মোতালেব মজুমদার,মাওলানা মোঃ জিয়াউদ্দিন,সাংবাদিক শরীফ উদ্দিন, সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল প্রমুখ।মিলাদ শরীফ শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু হানিফা নোমান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের