নোয়াখালীতে কিডনি ইউনিট বন্ধের ঘোষণায় রোগীদের বিক্ষোভ

নোয়াখালীতে কিডনি ইউনিট বন্ধের ঘোষণায় রোগীদের বিক্ষোভ

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট হঠাৎ বন্ধের ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েছেন রোগী ও স্বজনরা। সোমবার (৭ জুলাই) সকাল থেকে হাসপাতালের সামনে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার ও স্ট্রেচারে করে কয়েকজন রোগী ও স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তারা।

বিক্ষুব্ধদের দাবি, দীর্ঘদিন ধরে এখান থেকে স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা পাচ্ছিলেন তারা। ইউনিটটি বন্ধ হয়ে গেলে প্রাইভেট ক্লিনিকে অতিরিক্ত খরচ বহন করা অনেকের পক্ষে সম্ভব হবে না। নিয়মিত ডায়ালাইসিস না করালে অনেক রোগীর জীবন হুমকির মুখে পড়বে।

ডায়ালাইসিস সেন্টারের ইনচার্জ ডা. মামুন পারভেজ জানান, এখানে সরকারিভাবে কোনো বরাদ্দ আসে না। রোগীদের কাছ থেকে সামান্য অর্থ নিয়ে সেবা চালু ছিল। কিন্তু সাবেক ইনচার্জ ডা. শাহিদুল ইসলাম সাকিব বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ আপাতত ইউনিটটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

তাসলিমা বেগম নামে এক রোগী বলেন, প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে হয়। মাত্র ৪০০ টাকায় এই হাসপাতাল থেকে সেই সেবা পেতাম। কিন্তু হঠাৎ দুপুর ১২টার মধ্যে হাসপাতাল ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেলে আমাদের মতো রোগীদের কোথায় যাব?

রোগীর স্বজন আবদুল মোতালেব ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে ক্যাথেটর আড়াই হাজার টাকায় আর ফিস্টুলা ৬ হাজার টাকায় হয়। বাইরে এর খরচ ১৫-৩০ হাজার টাকা। কিছু প্রাইভেট হাসপাতাল মালিকের চাপে ও ষড়যন্ত্রে এটি বন্ধ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান, সাবেক ইনচার্জ ডা. শাহিদুল ইসলাম সাকিব রোগী ও নার্সদের সঙ্গে অসদাচরণ করেছেন। এমনকি রোগীদের প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য করতেন, মৃত্যুকামনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, ইনচার্জ থাকা অবস্থায় তিনিও রোগীদের কাছ থেকে টাকা নিয়ে সেবা চালাতেন। তবে অসদাচরণ ও আচরণগত কারণে তাকে প্রত্যাহার করে ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়। এরপর থেকেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে ইউনিট বন্ধের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডা. শাহিদুল ইসলাম সাকিব বলেন, আমি এখন এখানে নেই। ঠাকুরগাঁওয়ে বদলি হয়েছি। ডায়ালাইসিস সেন্টারের অনিয়ম তুলে ধরার কারণেই আমাকে সরিয়ে দেওয়া হয়। আমার বিরুদ্ধে মানববন্ধনের কোনো যৌক্তিকতা নেই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ৩ জুলাই দুদকের অভিযানের পর ইউনিটের চিকিৎসক ও কর্মচারীরা সম্মানহানির অভিযোগ করেছেন। এখনই ইউনিট বন্ধ করছি না, তবে সরকারি সহায়তা না পেলে চালিয়ে যাওয়া কঠিন হবে।

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ গনমাধ্যমকে বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। আপাতত বন্ধ হচ্ছে না। ২০১৮ সালের সেপ্টেম্বরে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে এই আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু হয়। এরপর থেকে নোয়াখালী ছাড়াও আশপাশের জেলা থেকে বহু রোগী এখানে স্বল্প খরচে সেবা নিচ্ছেন। জনগণের স্বার্থে ইউনিট চালু রাখার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঐক্যহীনতাই সাংবাদিক নির্যাতন বৃদ্ধি করছে ডিএমসিআরএসের মুখপাত্র আবিদ

চট্টগ্রাম অফিস :

বাংলাদেশের প্রতিটা পেশায় সুদৃঢ় ঐক্য দৃশ্যমান। একজনের বিপদে সবাই এগিয়ে আসে। সেক্ষেত্রে জালের ন্যায় সাংবাদিক বাড়লেও সাংবাদিক নির্যাতনে সবাই মিলে একসাথে কোমড় বেঁধে আমরা নামি না। চিন্তা করি ওনি কি আমাদের সংগঠনের? তারমানে আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। সকল কিছুর উর্ধ্বে যেয়ে আমরা সাংবাদিক এই বিশ্বাস বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ।
১৫ ফেব্রুয়ারি, শনিবার চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ( সিআরএ) কর্তৃক আয়োজিত গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিকার মতবিনিময় সভায় উক্ত সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে মুহাম্মদ আবু আবিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

মুহাম্মদ আবু আবিদ বলেন, পুরো দেশ কমবেশি সাংবাদিক নির্যাতন সবসময়ই হয়ে এসেছে। ২০২৫ সালে দাঁড়িয়ে সাংবাদিক নির্যাতন প্রতিকার নিয়ে মতবিনিময় সভা করাটাই অত্যন্ত নিন্দনীয় কাজ। সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ সাংবাদিকদের মধ্যে ঐক্যহীনতা। পত্রিকা, টিভি, অনলাইন পোর্টাল, আইপি, মাল্টিমিডিয়া সব ভুলে যেয়ে আমাদের মনে রাখতে হবে শেষ বিকেলে আমরা সবাই সাংবাদিক। আজ কারও বিপদে যদি আমরা নিশ্চুপ থাকি, তাহলে কাল এটি আপনার সাথে ঘটবে। তখনও বাকিরা চুপ থাকবে।
তিনি আরও বলেন, আমি এটাও স্বীকার করে নিচ্ছি সাংবাদিক পরিচয়ে কিছু মানুষ চাঁদাবাজিতে লিপ্ত। আমি পরিষ্কার করে দিতে চাই, দূর্ণীতিবাজ কিংবা চাঁদাবাজদের পরিচয় কেবলই চাঁদাবাজ, তারা কোন সাংবাদিক নয়। আর আপনি যদি সৎ হয়ে থাকেন, তাহলে তো চাঁদাবাজরা আপনার কোন ক্ষতি করতে পারবে না। তাহলে তাদের ভয় পাওয়ারও কিছু নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি সম্পাদক হাসান আল মামুন, সিআরএ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, রাজু আহমেদ, মোঃ রুবেল, সোহেল আহমেদ, শহিদুল ইসলামসহ বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ।

মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের জনপ্রিয় একজন সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক। তিনি ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের স্বনামধন্য সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। এছাড়াও তিনি দৈনিক অন্যদিগন্ত, দৈনিক সবুজ বাংলাদেশ, চ্যানেল ২৪, দেশ বাংলা ৭১ নিউজ, দৈনিক বজ্রধ্বনিসহ নানা গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত পত্রিকা দৈনিক আলোকিত প্রতিদিন এর ব্যবস্থপনা সম্পাদক ও অনলাইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান