পুলিশ ছদ্মবেশধারী ও আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার করেছে র‌্যাব-১০

স্টাফ রিপোর্টারঃ

পুলিশ ছদ্মবেশধারী ও আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাত সর্দার জসিম মোল্ল্যা ও তার প্রধান দুইজন সহযোগীকে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০পুলিশ পোশাক ও বিপুল সরঞ্জামাদি উদ্ধার ।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৮ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুর্র্ধষ ডাকাত সর্দার ও তার প্রধান ০২ সহযোগী’কে গ্রেফতার করে এবং অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। জসিম মোল্ল্যা (৩৫), পিতা- আইয়ুম মোল্লা, সাং- চর ধুপুরিয়া, ২। মোঃ জাহিদুল কাজি (২৫), পিতা-মৃত মোঃ জব্বার, সাং- পশ্চিম রামকৃষ্ণপুর, উভয় থানা- জাজিরা, জেলা-শরিয়তপুর, ও ৩। মোঃ ইয়াসিন (৩০), পিতা মৃত- সাচ্চু মিয়া, সাং- মনুবেপারীর ঢাল, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি স্বর্ণের চেইন, ০১টি রুপার ব্রেসলেট, ০২টি ল্যাপটপ, পুলিশের এসআই র‌্যাংক ব্যাজসহ ০২টি হাফ শার্ট, ০২টি প্যান্ট, ০২টি ক্যাপ, ০২টি বেল্ট, ০১টি ওয়াকিটকি, ০২ জোড়া কালো বুট, ০১টি রিফলেকটিং জ্যাকেট, ০২টি রেইন কোর্ট, ০১টি খেলনা পিস্তল (কালো কাভারসহ), ০১টি চাপাতি, ০২টি সুইচ গিয়ার চাকু, ০৩টি লোহার ফোল্ডিং স্টিক, ০১টি ড্রিল মেশিন, ০২টি স্ক্রু ড্রাইভার, ০১টি রেঞ্জ, ০২টি হাতুরি, ০১টি কাটার মেশিন, ০২টি প্লাস, ০১টি প্লাস কাটার, ০৬টি লোহার রডের টুকরা, ০১টি করাত, ০২টি ছেনি কাটার, ০১টি দুরবিন, ০১টি ল্যান্ড ফোন, ০১টি ডিজিটাল ওয়েট মেশিন, ০৩টি মাউস, ০৫টি কাটারের বেøড, ০১টি বাংলাদেশ পুলিশ লিখিত লেমিনেটিং কাগজ, ০১টি মহিলাদের ছদ্মবেশ ধারণের আলগা চুল, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ৫৩,০৫০/- (তিপ্পান্ন হাজার পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা, নরসিংদী, শরিয়তপুর ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশি ছদ্মবেশে এবং ডাকাতির অভিপ্রায়ে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করত। এছাড়া তারা বড় বড় ব্যবসায়ীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা নিত এবং ডাকাতির কাজে কেউ বাধা প্রদান করলে বা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে অস্ত্র দিয়ে হত্যা ও গুরুতর জখম করত।

গ্রেফতারকৃত জসিম মোল্ল্যা উক্ত আন্তঃজেলা দুর্ধষ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বাধীন উক্ত ডাকাত দল শরিয়তপুরের জাজিরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় একটি ত্রাশের রাজত্ব কায়েম করে আসছিল। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে ডাকাতি করাকালে কেউ বাধা প্রদান করলে জসিম মোল্যা তার সাথে থাকা দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার চাকু, চাপাতি, হাতুড়ি, লোহার রড ইত্যাদি) দিয়ে তাদেরকে গুরুতর জখম করে ডাকাতি কার্য সম্পন্ন করত। জসিম শরীয়তপুরের জাজিরা এলাকায় গত ০৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখে সংঘটিত চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া সে পুলিশের পোশাক পরিধন করে ভূয়া পুলিশের এসআই পরিচয় দিয়ে বড় বড় ব্যবসায়ীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের চাঁদা গ্রহণ করত। এতে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে সে তার ডাকাত দল নিয়ে তাদের উপর অক্রমন করে তাদেরকে মারধর ও জখম করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যেত। জাজিরা এলাকায় সে ছিল এক মুর্তিমান অতংকের নাম। তার হীনকর্মে ঐ এলাকার লোকজন ভীত ও সন্ত্রস্থ থাকত। এছাড়া জসিম মোল্ল্যা (৩৫) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা, মারামারি ও হত্যা চেষ্টাসহ মোট ১৩টি মামলা রয়েছে যার মধ্যে ০১টি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী বলে জানা যায়।

গ্রেফতারকৃত জাহিদুল ও ইয়াসিন ডাকাত সর্দার জসিম মোল্যার অন্যতম দুইজন প্রধান সহযোগী। তারা দেশের বিভিন্ন জেলা ও এলাকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন অর্থ-সম্পদশালী ও প্রবাসীদের বাড়ীর ঠিকানাসহ যাবতীয় তথ্য সংগ্রহ করে ডাকাত সর্দার জসিম মোল্যাকে প্রদান করত। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জসিম মোল্যা তার ডাকাত দলসহ ডাকাতি করত বলে জানা যায়। এছাড়া মোঃ জাহিদুল (২৫) এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি ও হত্যা চেষ্টাসহ ০৪টি মামলা রয়েছে বলে নিশ্চিত হয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টঙ্গীতে একাধিকবার জেল খাঁটার পরেও থেমে নেই সন্ত্রাসী কর্মকাণ্ড এদের খুটির জোর কোথায়

 

স্টাফঃ রিপোর্টার

গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সুর তরঙ্গ রোডের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইসমাইল একাধিক বার জেল খাঁটার পরেও থেমে নেই তার সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসমাইল টঙ্গী পশ্চিম থানা মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার আশার ছোট ভাই। বোনের রাজনৈতিক শক্তিকে পুজি করে ইসমাইল গড়ে তুলেছে বিশাল এক কিশোর গ্যাং বাহিনীর সম্রাজ্য। এই বাহিনী এলাকায় খুন জখম, চাঁদাবাজী,মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইসমাইলের সহযোগি হয়ে কাজ করছে টঙ্গী এরশাদনগর এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাসুদ ওরফে নারকাটা মাসুদ (৩২) বনমালার হুমায়ুন (৩৫) মিজান ওরফে টুপি মিজান (২৭) এই ৪ জন ইসমাইলের ডান হাত হয়ে করে। তাদের নামে টঙ্গী পশ্চিম থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এর বিরুদ্ধে ১)টঙ্গী থানার মামলা নং ১১ তাং ৪/৪/২০১৭ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অ HVপরাধ ৪/৫ ধারা।২) টঙ্গী থানার মামলা নং ১০ তাং ১৪/০৭/২০১৬ ধারা১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৮০/৫০৬ পেনাল কোড ৩) টঙ্গী থানার মামলা নং ১৯ তাং ১২/০২/২০১৪ ধারা ৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড ৪) ডিএমপি শেরেবাংলা নগর থানার মামলা নং ২০ তারিখ ১৩/০৪/২০২১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০(ক) ৫) টঙ্গী পশ্চিম থানার মামলা নং ৬ তারিখ ০৮/০৫/২০১৯ অস্ত্র আইনের19(f) ৬) টঙ্গী থানার মামলা নং ১৪ তারিখ ৬/১১/২০১৭ ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৩৮৬/৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৫০৬ পেনাল কোড ৭) টঙ্গী থানার মামলা নং ৩৮ তারিখ ১৪/১২/২০১৭ ধারা ৩০২/৩৪ পেনাল কোড ৮) টঙ্গী থানার মামলা নং ৩৫ তারিখ ১৪/১০/২০১৭ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬(২) পেনাল কোড ৯) টঙ্গী পশ্চিম থানার মামলা নং ২০ তারিখ ২৩/০২/২০২০ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড এবং ১০) ডিএমপি উত্তরা পশ্চিম থানার মামলা নং ১৬ তারিখ ১২/০৩/২০২০ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(খ) মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এছাড়াও গত ২১/০৮/২০২২ইং তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সাকিনস্থ মেরিট স্কুলের সামনে রাস্তার উপর ২০/২৫ জনের একটি দল পূর্ব শত্রু তার জের ধরে সুজন নামে এক ব্যক্তিকে প্রকাশ্য কুপিয়ে জখম করেন ২।মাসুদ ওরফে নারকাটা মাসুদ এরশাদনগরের ৭নং ব্লকের বাবুর্চি মো. আশরাফের ছেলে। সে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ ১৫টি মামলা রয়েছে। স্থায়ী: গ্রাম (এরশাদ নগর ০৭ নং ব্লক, থানাঃ টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুতুকুতুর), উপজেলা/থানা- টঙ্গী পূর্ব,
জেলা-গাজীপুর, বাংলা ১নং গ্রেফতারকৃত – সুত্র: (112PW) জিএমপি জেলা/ইউনিট এর টঙ্গী পূর্ব এফআইআর নং-৪০/৪০, তারিখ- ২১ জানুয়ারি, ২০১৯: তারিখ ২১ জানুয় -২০১৯, সময়- ০০.২৫
২/নং (112PW) জিএমপি এর টঙ্গী পূর্ব থানার, এফআইআর নং-৪০/৪০, তা ২১ জানুয়ারি, ২০১৯; সময়- ১০.৩০ ঘটিকার সময় ধারা- ৩৬(১) সারণি ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত/বিবাদী- চার্জশীট :-১০৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৩।নং (11551) জিএমপি এর টঙ্গী পূর্ব থানার, এফআইআর নং-২৯/২৯, তারি জানুয়ারি, ২০১৯; সময়- ২৩.১০ ঘচটকার সময় ধারা- ৩৬(১) সারণির ১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট ১৬৮, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে
৪। নং পলাতক – সুত্র: (15C4V) জিএমপি জেলা/ইউনিট এর পূবাইল খানার এফআইআর নং-২৪/৭৯, তারিখ- ২৯ মে, ২০১৯; তারিখ ২৮ মে, ২০১৯, বিকাল ১৫.১৫ ঘটিকা ৫। নং (15C4V) জিএমপি এর পূবাইল থানার, এফআইআর নং-২৪/৭৯, তারি মে, ২০১৯; সময়- বিকাল ১৬.০৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০ (ক)/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৬/নং 30-AUG-22 তাং এ আউচপাড়া অবস্থান থেকে ভাল অবস্থায় নিয়মিত মামলায় গ্রেফতার (মাদক মামলা ব্যতিত) গ্রেফতার হয়, মামলা- (1QTB6) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার এফআইআর নং-২০, তারিখ-১ আগস্ট, ২০২২; জি আর নং-১৭৩, তারিখ- ২২ আগস্ট, ঘটিকা। ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১০৯/৩৪ পেনাল কে ১৮৬০/ ১। নং(1U7L1) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার, এফআইআর নং-১/১, তারি জানুয়ারি, ২০২২; জি আর নং-১, তারিখ- ০২ জানুয়ারি, ২০২২; সময়- ১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত/বিবাদী- চার্জশীট :-৪১, এই মামলায় অভিযু হয়েছে/৩। হুমায়ুন কবির বনমালা তার নামে টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পূবাইল থানা সহ বিভিন্ন থানায় তামিল হত্যার অন্যতম আসামি,জোড়া মার্ডার মামলার অন্যতম আসামি, অস্ত্র মামলা,চাঁদাবাজী, ডাকাতি, ছিনতাই মাদক হেরোইন মামলা সহ প্রায় ১০/১২ মামলা রয়েছে।
৪। মিজান ওরফে টুপি মিজান বনমালা দত্তপাড়ার হুমায়ূনের ভাগিনা নামে পরিচিত। তার নামে ৮/১০ টি মামলা হত্যা মামলা, চাঁদাবাজী, ডাকাতি, মাদক ছিনতাই মামলা রয়েছে। ইসমাইল,মাসুদ, হুমায়ুন ও মিজান এরশাদনগর থেকে শুরু করে তার অপরাধ সম্রাজ্য বিস্তৃত করেছে সমগ্র টঙ্গীজুড়ে।খুন জখম, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপকর্ম করে। মানুষের জীবন ধ্বংসকারী মাদক ব্যবসারও নেতৃত্ব দেয় মাসুদ। ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান