সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে ডিবি পুলিশ তাকে বাসা থেকে গ্রেফতার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটটার কিছুসময় পরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তাঁর ধানমন্ডির বাসা থেকে আমরা আটক করেছি। তাকে ডিবি কার্যালয়ে আনা হবে। এরপর তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের ১৯-তম প্রধান বিচারপতি হিসাবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন।

এদিকে সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ‘দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি।

বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত-সমালোচিত এ বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে।

প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকায় নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন তিনি। অবসর নেওয়ার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। পাশাপাশি শেখ হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি হয়।

রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক। এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।
খায়রুল হকের বিরুদ্ধে ইতোমধ্যেই বেশ কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়।

আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে’- বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

 

কুমিল্লা প্রতিনিধি:

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায়  মুক্তিযুদ্ধারা বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, মুক্তিযুদ্ধ ও  স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।  শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক বাংলার আলোড়ন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায়  মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন।  তারা বলেন, ১৯৭১ সালে বাঙ্গালী জাতির অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির  জন্য  সশস্ত্র যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।  এ দেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। জীবন বাজিরেখে  লড়াই করে দেশকে শক্রুমুক্ত করে  স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫০ বছর পর এখন একটি প্রধান প্রশ্ন হল, আর কত পথ অতিক্রম করলে আমরা মুক্তিযুদ্ধের  লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারব। চারপাশে এখন দেখা যায় ব্যক্তিস্বার্থ উদ্ধারের তুমুল লড়াই। এটা শুভ লক্ষণ নয়। আমাদের চারপাশে মানবিক মূল্যবোধের চর্চায় ব্যাপক অনীহার বিষয়টি পীড়াদায়ক।  ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এ দেশের মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার বহুমুখী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা না হলে তারা বিভ্রান্ত হতে পারে।    সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা এবং দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায়   জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বীরমুক্তিযোদ্ধাদ্বয়কে গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।    অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, ও যুদ্ধকালিন কোতয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা খাদেম মোহাম্মদ ফিরোজ, সমাজসেবক আবুল হোসেন, মুক্তিযুদ্ধের গবেষক, লেখক সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, কবি শিপন হোসেন মানব,কবি-সেলেমি,  সমাজকর্মী আজাদ সরকার লিটন, সাংবাদিক রবিউল বাশার খান,সাংবাদিক জামাল উদ্দিন দামাল,সাংবাদিক কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার।  এদিকে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাফেজ আবদুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলামকে ফুলেল মালা পরিয়ে দেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার,সাংবাদিক নেকবর হোসেন,সাংবাদিক কামরুজ্জামান। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনকে মালা পরিয়ে দেন সাংবাদিক রবিউল বাশার খান,সাংবাদিক ম্যাক রানা,সাংবাদিক ফেরদৌস মিঠু এবং কবিতা পাঠ করেন অগ্নিকণ্যা কবি রোকসানা আক্তার সুখি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার,সাংবাদিক রাজিব সাহা,নারায়ন কুন্ড,সাংবাদিক মাইনুল হাসান,সাংবাদিক শরিফুল ইসলাম সুমন,সাংবাদিক শাহিন আলম প্রমুখ। আলোচনা সভার শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায়  মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানাঃ আবু হানিফ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের