শহীদ পরিবারের সঙ্গে না বসে সরকার চেয়ার ছাড়তে পারবে না

শহীদ পরিবারের সঙ্গে না বসে সরকার চেয়ার ছাড়তে পারবে না

ডেস্ক রিপোর্ট:

শহীদ পরিবারের সঙ্গে না বসে অন্তর্বর্তী সরকার চেয়ার ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, ৩১ জুলাই এর মধ্যে যদি জুলাই সনদ না আসে তাহলে কারও ধার না ধরে জুলাই পরিবারদের সিদ্ধান্ত নিতে হবে কার চেয়ার ধরে টান দেবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে। শহীদ পরিবারের সাথে না বসে এই সরকার চেয়ার থেকে নামতে পারবে না। এই এক বছরে কি সংস্কার হয়েছে সরকারকে তা উন্মুক্ত মঞ্চে ঘোষণা করতে হবে।

তিনি বলেন, স্মরণ সভায় যাদের উপস্থিত হবার কথা ছিল তারা সবাই যেদিন উপস্থিত হবে সেদিন এই সভা সফল হবে। যেদিন খুনি হাসিনার বিচার হবে, সেদিন এই সভা সফল হবে। সকল স্টেকহোল্ডারকে শহীদ পরিবারের কাছে যেতে হবে।

পুলিশ

একসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১০ ডিআইজিসহ ৭৬ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে, যারা এতদিন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় ছিলেন। তাদের মধ্যে ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার থেকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন এবং ৭ জন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন। বিগত সরকারের সময় বিভিন্ন ইউনিটে কর্মরত এসব কর্মকর্তাকে গত আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর ওএসডি করা হয়েছিল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম