চট্টগ্রাম বিমানবন্দরের কর্মচারী খুনের আসামি রিমান্ডে

চট্টগ্রাম বিমানবন্দরের কর্মচারী খুনের আসামি রিমান্ডে

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার খুনের মামলায় গ্রেপ্তার এক আসামিকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামির নাম মো. রাসেল। মঙ্গলবার (২৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এই আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন আসামি রাসেলের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন আসামি রাসেলের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই এমরান সিকদার বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। এতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল নিরাপত্তাকর্মী বাদল মজুমদার ও ফটিকছড়ির মো. রাসেল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম বাদল ও তাঁর সহযোগী মো. আরিফকে গ্রেপ্তার করে।

পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি রিকশা!!

 

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনার সিদ্ধান্ত তোয়াক্কা না করে কিছু অসাধু ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিয়ে ব্যাটারিচালিত রিকশা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে চট্টগ্রামের বিভিন্ন এলাকার প্রধান সড়কে। প্যাডেল চালিত রিকশার চেয়ে এর গতি বেশি হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। নগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ থেকে অভিযান চলমান থাকলেও তা কমানো যাচ্ছে না।

জানা গেছে, প্রতিটি ব্যাটারি রিকশার চালক থেকে দৈনিক ১৪০ টাকা চাঁদা তোলা হয়, যার মধ্যে ১০ টাকা গ্যারেজ ভাড়া, অর্থাৎ ১৩০ টাকা মূল চাঁদা। তাহলে ৬০০ টি ব্যাটারি রিকশা থেকে দৈনিক আদায় হয় ৭৮ হাজার টাকা। প্রতি মাসে প্রায় ২৩ লক্ষ ৪০ হাজারটাকাও বেশি এবং বছরে দাঁড়ায় প্রায় ২ কোটি ৮৪ লক্ষ ৭০ হাজার টাকা। এই সব টাকা প্রশাসন থেকে শুরু করে, এলাকার নেতা, এবং বিভিন্ন মহলে গিয়ে ভাগভাটোয়ারা হয়।

যাত্রীদের অভিযোগ, অধিকাংশ অটোরিকশা চলাচ্ছে শিশু-কিশোর এবং অন্য পেশা থেকে আসা শ্রমিকরা। এসব চালকদের বেপরোয়া ও বিশৃঙ্খলা অটোরিকশা চালনার কারণে প্রতিনিয়তই ঘটেছে দুর্ঘটনা। এতে নগরবাসী রয়েছে চরম ভোগান্তিতে।

তাছাড়া এসব যানে ব্যবহৃত হচ্ছে অবৈধ বিদ্যুৎ। বিশেষ করে এলাকা ভিত্তিক এলাকা গুলোতে বেশ কয়েকটি ব্যাটারি চালিত রিকশার গ্যারেজ রয়েছে। ওইসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে ওই রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আর লাভবান হচ্ছে অসাধু অটোরিকশা মালিকরা।

প্যাডেল চালিত রিকশা চালকেরা বলেন, প্যাডেল চালিত রিকশা বৈধ হলেও ব্যাটারি রিকশার কারণে আমরা ভাড়া পাচ্ছিনা, এই সব অবৈধ ব্যাটারি রিকশা প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করে চলছে। শুধু তাই না, প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের