ভৈরবে শাড়ি চুড়ি নিয়ে থানায় বিক্ষোভ

ভৈরবে শাড়ি চুড়ি নিয়ে থানায় বিক্ষোভ

ভৈরব সংবাদদাতা:

কিশোরগঞ্জের ভৈরবে চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে থানায় বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক শ জনতা। শনিবার (২ আগস্ট) তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জন্য শাড়ি ও চুরি নিয়ে থানা ঘেরাও করে। এসময় ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী ও সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবিরকে ছিনতাই বন্ধের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। থানা ঘেরাওয়ের সময় ছাত্র ও যুব সমাজের নেতারা ছিনতাই বন্ধে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি ওসি।

এক পর্যায়ে ওসি ছাত্রদেরকে পাশ কাটিয়ে তার অফিস কক্ষে চলে যায়। পরে বিক্ষোভকারীদের কয়েকজন ওসির কক্ষে গিয়ে তার ব্যর্থতার কথা জানতে চান। এসময় ওসি খন্দকার ফুহাদ রুহানী তার ব্যর্থতার দায় স্বীকার করে বলেন, রাজনৈতিক প্রটোকল দিতে গিয়ে ভৈরবের বিভিন্ন সড়কের ডিউটি দিতে হিমসিম খাচ্ছে পুলিশ। ছিনতাই রোধে কাজ করার ফলে এতদিন ছিনতাই অনেকটা কমে গিয়েছিল। হঠাৎ করে আবারও বেড়ে গিয়েছে। অচিরেই ছিনতাই রোধ হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন ওসি।

ওই বিক্ষোভের নেতৃত্ব দেন ফেসবুক প্লাটফর্মে সরব থাকা ছাত্র ও যুব সমাজের এডমিন সাইফুর রহমান শাহরিয়ার, নূরে আলম নিলয়, আজাহারুল ইসলাম রিদম, নজরুল ইসলাম জিহাদ, জাহিদুর রহমান রাতুল, অনিক সরকার, মাহিন ইসলাম প্রমুখ। এসময় সমাবেশে ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দের পাশাপাশি সচেতন সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনির হোসেন ও ছিনতাইকারীদের হাতে আহত যুবক পুলক আহমেদ।

প্রতিদিন ভৈরবের বিভিন্ন ছিনতাই স্পটে ছিনতাই হচ্ছে। কিন্তু পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলার বাহিনী আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এতে পুলিশ প্রশাসনেরই মুল ব্যর্থতা। তাই পুলিশের বিরুদ্ধেই এই কর্মসূচি। পুলিশকে হিজড়া উপাধি দিয়ে তারা পুলিশের জন্য শাড়ি ও চুড়ি নিয়ে আসেন উপহার দিতে। সাংবাদিকদের অনুরোধে তারা শাড়ি ও চুড়ি উপহার দেওয়া থেকে বিরত হন। ৭২ ঘণ্টার মধ্যে যদি ছিনতাই বন্ধ না হয় পরবর্তীতে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন ছাত্র ও যুব সমাজের নেতারা। সকাল ৬টার দিকে ভৈরব শহরের রেলস্টেশন রোডের পৌর কবরস্থান মোড়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ভুক্তভুগী একটি পরিবারের লোকজনকে ছুরিকাহত ও মারধর করে লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও তিনটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। এ ঘটনা টক অব দ্যা ভৈরবে পরিনত হয়। ফলে ভৈরববাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে ৪টায় পুলিশকে ভৈরববাসীর নিরাপত্তায় কাজ না করায় শাড়ি ও চুড়ি পড়ে ভৈরব থেকে চলে যাওয়ার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও করা হয়।

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ নাজমুল হাসান রুবেল (২৮) নামে এক বিকাশ কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি টাকা নিয়ে পালিয়েছেন নাকি অপহরণের শিকার হয়েছেন, তা নিয়ে পুলিশ ও সহকর্মীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। নিখোঁজ নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) পদে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো গত রোববার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে তার সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১২টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় রুবেলের কাছে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন ছিল।

সোমবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনের রাস্তার পাশের একটি বাগানে রুবেলের মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করলেও তার কোনো খোঁজ মেলেনি। ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট রুবেলেরই। কিন্তু তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন