৫ ই আগস্ট উপলক্ষে ঝিনাইগাতী শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ

শেরপুরের ঝিনাইগাতী থানা মোড়কে শহীদ সৌরভ চত্ব হিসেবে মোড়ক উন্মোচন

শেরপুর সংবাদদাতা:

৫ই আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থান দিবসে শেরপুরের ঝিনাইগাতী থানা মোড়ে শহীদ সৌরভ চত্বরের মোড়ক উন্মোচন করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: আশরাফুল আলম রাসেল। তার সাথে ছিলেন, ঝিনাইগাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃরাজীব সাহা ও থানার ওসি মো: আল-আমিন। পরে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়।

উল্লেখ্য যে, গত বছর জুলাই গনঅভ্যুত্থানে শেরপুর জেলার শহীদ শারদুল আশিস সজীব (সৌরভ) শহীদ হন। তার নামে ঝিনাইগাতী থানা মোড়কে “শহীদ সৌরভ চত্ত্বর” নামে ফলক উন্মোচন করা হলো। তাছাড়া ঝিনাইগাতী উপজেলার সকল শহীদদের কবরে পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয় এবং কবর জিয়ারত ও বৃক্ষ রোপন করা হয়। এসব কর্মসূচিতে  উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেল,ঝিনাইগাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ রাজীব সাহা ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল-আমিনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নোয়াখালী সাংবাদদাতা:

নোয়াখালীর সেনবাগ থানার ব্যারাক থেকে মোহাম্মদ মোহন মজুমদার (৩৫) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৪ অক্টোবর) সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কনস্টেবল মোহাম্মদ মোহন মজুমদার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের আলী মজুমদারের ছেলে।

সেনবাগ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের ডিউটি শেষে শনিবার ভোরে কনস্টেবল মোহন ব্যারাকে ফিরে আসেন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি থানার ব্যারাকের ৪র্থ তলায় নিজ কক্ষে ঘুমাতে যান। বিকাল সাড়ে ৩টার পর সহকর্মীরা তাকে দুপুরের খাবারের জন্য ডাকাডাকি করলেও সাড়া পাননি। পরে বিষয়টি তারা থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর দ্রুত তাকে ব্যারাক থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশ কনস্টেবল মোহাম্মদ মোহন মজুমদারের অকস্মাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক।

তিনি বলেন, এ ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সহকর্মীদের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন