
শেরপুর সংবাদদাতা:
৫ই আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থান দিবসে শেরপুরের ঝিনাইগাতী থানা মোড়ে শহীদ সৌরভ চত্বরের মোড়ক উন্মোচন করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: আশরাফুল আলম রাসেল। তার সাথে ছিলেন, ঝিনাইগাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরাজীব সাহা ও থানার ওসি মো: আল-আমিন। পরে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়।
উল্লেখ্য যে, গত বছর জুলাই গনঅভ্যুত্থানে শেরপুর জেলার শহীদ শারদুল আশিস সজীব (সৌরভ) শহীদ হন। তার নামে ঝিনাইগাতী থানা মোড়কে “শহীদ সৌরভ চত্ত্বর” নামে ফলক উন্মোচন করা হলো। তাছাড়া ঝিনাইগাতী উপজেলার সকল শহীদদের কবরে পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয় এবং কবর জিয়ারত ও বৃক্ষ রোপন করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেল,ঝিনাইগাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল-আমিনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।