শেরপুরের নালিতাবাড়ী সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ী সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেরপুর সংবাদদাতা:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট রোববার উপজেলা পরিষদের সামনে এই আয়োজন করে প্রেসক্লাব নালিতাবাড়ী।

প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা এম এ হাকাম হীরা, দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সদস্য হারুন অর রশিদ।

প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ার প্রমুখ।

বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রেসক্লাব নেতারা জানান সাংবাদিকদের উপর কেউ সামান্য আক্রমণ করতে চাইলেও তাকে ছাড় দেওয়া হবে না।

মানববন্ধনে নালিতাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামানকে (৩৮) সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

টঙ্গীতে হামলা ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

মোঃ মোস্তফা মিয়া টঙ্গী  প্রতিনিধি::

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মুক্তাদির আহাম্মেদ লিপু মোল্লার গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা এবং ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

বুধবার বিকেলে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবদলের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের হালিমা আক্তার সুমি, ৪৯ নম্বর ওয়ার্ড মহিলাদের যুগ্ম সম্পাদক মুক্তার আক্তার প্রমুখ।

আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ভুক্তভোগীরা লিপু সহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের