জিসিসি’র রাবেয়া আনোয়ার মাতৃসদনে কর্মরতদের বেতন আটকে রেখে চাঁদা আদায়

জিসিসি'র রাবেয়া আনোয়ার মাতৃসদনে কর্মরতদের বেতন আটকে রেখে চাঁদা আদায়

মোঃ রফিকুল ইসলাম:

গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কর্তৃক পরিচালিত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্র রাবেয়া আনোয়ার মাতৃসদন একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে থাকে। এই কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার ও এফপিএবি’র ব্যাক্তিগত কর্মকর্তার যোগসাজশে নিয়োগ, বদলী, বেতন, কেনাকাটায় প্রতিবছর কোটি কোটি টাকার ঘুষবাণিজ্য অনিয়ম-দুর্নীতি যেন ওপেন-সিক্রেট। কিন্তু, সবকিছুই অদৃশ্য হাতের ইশারায় ম্যানেজ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এফপিএবি’র পরিচালিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরতদের বেতন মাসের-পর-মাস আটকে রেখে ও চাঁদা বা বেতনের ৩৫% পর্যন্ত কমিশন আদায়ের অভিযোগ রয়েছে কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার পাপিয়া রহমানের বিরুদ্ধে।

প্রথমে, এমনকি ৬ মাস পর্যন্ত বেতন আটকে রাখা হয়। প্রজেক্ট ম্যানেজার পাপিয়া রহমান দেনদরবার করে কর্মরতদের ওপর বেতনের ৩৫ ভাগ পর্যন্ত কমিশন আরোপ করেন। কেউ এর প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকী দেন। এভাবেই চলে আসছে পাপিয়া রহমানের অপ্রতিরোধ্য চাঁদাবাজির সাম্রাজ্য। এর মধ্যে পাপিয়া রহমানের চাঁদাবাজির প্রমাণস্বরূপ প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার তালহা এবং এফপিএবি’র ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ এই প্রতিনিধির হাতে আসে। কথোপকথনে ডাক্তার তালহাকে বলতে শোনা যায় যে আটকে থাকা ৬ মাসের বেতন তুলতে তাকে অভিযুক্ত পাপিয়া রহমানকে প্রথমে ১২ হাজার পরে ৭ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

ঘুষ নেওয়ার কথা স্বীকার করে এফপিএবি’র ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলামকে বলতে শোনা যায়, তিনটি জোনের কর্মীদেরকেই বেতন তোলার জন্য টাকা দিতে হয়েছে।
রাবেয়া আনোয়ার মাতৃসদনে ইন্সট্রুমেন্ট ও ফার্নিচার ক্রয়ে ব্যাপক দুর্নীতিসহ রেড কার্ডধারী রোগীর কাছ থেকে জোরপূর্বক চার্জ নেওয়া, অনৈতিক সুবিধা নিয়ে কর্মী নিয়োগ, ট্রেনিং এ নাম দেওয়া-না দেওয়া ও বদলী করা, কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার পাপিয়া রহমানের অনৈতিকভাবে লাভবান হওয়া, চুরি, আত্মসাত ও দুর্নীতির ভয়াবহ চিত্র থাকছে আগামী পর্বে।

চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই দরপত্র ছিনতাই

চট্ট্রগ্রাম অফিস॥

চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই, দরপত্র জমা দিতে গিয়ে, দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

৩০ সেপ্টেম্বর সকাল ১১ টা ১৫ মিনিটে, রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন এর কার্যালয়ে ঘটনা ঘটে।

দরপত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে, রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুররহিম বলেন, দরপত্র ছিনতাইয়ের ঘটনাটি সত্য। এনিয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, দরপত্র ছিনতাই ঘটনার খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলাবাহিনীকে জানাবো, এটা বলে দেওয়া হয়েছে।

রেলসূত্র বলছে, চট্টগ্রাম রেলস্টেশনে পাবলিক টয়লেট দরপত্র আহবান করা হয়। সোমবার দরপত্র কেনার শেষ দিন পর্যন্ত ৯টিসিডিউল বিক্রি হয়। দরপত্র জমা না দিতে, নূর টের্ড্রাসকে, এরমধ্যে রেলের চাকুরিচ্যুত কর্মচারী মাহাবুব দরপত্র জমা না দিতেহুমকির অভিযোগ উঠে।

নূর টের্ড্রাস সকাল ১১ টা ১৫ মিনিটে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিমকার্যালয়ে গিয়ে, টেন্ডারবক্সে সিডিউল জমা ঢুকাকেই, এক্সইএন পিএনডি আব্দুর রহিমের চোখের সামনেই, দরপত্রছিনতাইয়ের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নূর ট্রেডার্স এক্সইএন পিএনডি আব্দুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলে, তিনি বিষয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেনভুক্তভোগী প্রতিষ্ঠানকে।

তথ্যসূত্র বলছে, দরপত্র ছিনতাই ঘটনার দেড় ঘন্টা পেরুলেও বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি, রেল কর্তৃপক্ষ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের