
ডেস্ক রিপোর্ট:
রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার মুরগিপট্টি এলাকায় গাউছিয়া এক্সপ্রেস নামের একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক ওই বাসের হেলপার জীবনকে (১৬) আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই বাসের হেলপার জীবন জানায়, গাড়ির ড্রাইভার আকাশ আমাকে গাড়িটি দিয়ে বলে, সামনে সার্জেন্ট আছে, গাড়িটা সাইড কর। এরপর আমি গাড়ি একটু সামনে এগোতেই বাসের পাশ দিয়ে যাওয়ার সময় চাপা পড়ে ওই নারী। আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানা পুলিশকে জানিয়েছি। এই ঘটনায় ওই বাসের হেলপার আমাদের ক্যাম্পে আটক রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে একটি টিম ফিলিপনগর গ্রামের দারোগার মোড়ে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স আব্দুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত নুরুজ্জামানকে আটক করা হয়েছে। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হীরো ডিলাক্স মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।