রাজধানীর গাউছিয়া এক্সপ্রেসের চাপায় নারীর মৃত্যু

রাজধানীর গাউছিয়া এক্সপ্রেসের চাপায় নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার মুরগিপট্টি এলাকায় গাউছিয়া এক্সপ্রেস নামের একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক ওই বাসের হেলপার জীবনকে (১৬) আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বাসের হেলপার জীবন জানায়, গাড়ির ড্রাইভার আকাশ আমাকে গাড়িটি দিয়ে বলে, সামনে সার্জেন্ট আছে, গাড়িটা সাইড কর। এরপর আমি গাড়ি একটু সামনে এগোতেই বাসের পাশ দিয়ে যাওয়ার সময় চাপা পড়ে ওই নারী। আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানা পুলিশকে জানিয়েছি। এই ঘটনায় ওই বাসের হেলপার আমাদের ক্যাম্পে আটক রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে একটি টিম ফিলিপনগর গ্রামের দারোগার মোড়ে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স আব্দুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত নুরুজ্জামানকে আটক করা হয়েছে। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হীরো ডিলাক্স মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

বুয়েটের তৈরি অটোরিকশা চলবে পল্টন ধানমন্ডি উত্তরায়

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্যান্য কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করা হবে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই নতুন এই রিকশা সড়কে চলবে। এক লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যেন অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম