১৫ আগস্ট পালন প্রসঙ্গে জাহেদ উর রহমানের মন্তব্য

১৫ আগস্ট পালন প্রসঙ্গে জাহেদ উর রহমানের মন্তব্য

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, একটা জিনিস এই প্রেস সচিবকে বুঝতে হবে একটা রাষ্ট্র আইন দিয়ে চলে। ১৫ আগস্ট পালন করতে গেলে ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এই মন্তব্যে প্রসঙ্গে তিনি একথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে যখন লিফলেট বিলি করছিল তখন প্রেস সচিব সংবাদ সম্মেলন করে বলেছিলেন লিফলেট বিলি করলেই করলেই গ্রেপ্তার হবে। আমার প্রশ্ন ছিল কেন গ্রেপ্তার হবে? এখন যেমন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইন হয়েছে সন্ত্রাস দমন আইনে, এখন আপনি সেটা বলতে পারেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ যদি অন্য কোথাও ১৫ আগস্ট পালন করে, সেটা করা যাবে না বলাটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক মন্তব্য হবে।

তিনি বলেন, একটা অর্ডিনেন্স তৈরি করতে বেশি সময় লাগে না। প্রয়োজনে আইন তৈরি করেন যে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার ঘটনায় কোন রকম কোন আনুষ্ঠানিকতা করা যাবে না। এই আইন নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আপনি যখন আইনের ভিত্তিতে করবেন তখন অন্তত বলতে পারবেন যে আপনি আইন মেনে করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে তাকে পরাজিত করেছি কারণ আমরা চেয়েছি বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে যাবে, আইনের মধ্যে যাবে। আমি পছন্দ করি না এমন কিছুও যদি কেউ আইন না ভেঙ্গে করে, তার সঙ্গে আমার সহনশীল থাকতে হবে। এটাই তো শিক্ষা ছিল।

আজও কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের অবস্থান, বন্ধ যান চলাচল

স্টাফ রিপোর্টার:

পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে এখনও অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তিন দফা দাবি আদায়ে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুরে লংমার্চটি কাকরাইলে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তখন থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা।

আজ সকালে কাকরাইল এলাকায় দেখা যায়, আন্দোলনকারীদের কেউ সড়কে শুয়ে আছেন, কেউ বসে আছেন। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’ এমন নানা স্লোগানও দিচ্ছেন তারা।

শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। রাতে আমরা সড়কে অবস্থান করেছি, এখনো করবও। আমাদের আরও সহপাঠী আসবেন।

আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা