সংঘর্ষে রণক্ষেত্র চবি আহত ৭০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ॥

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২নং গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষ চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর তিন দিক থেকে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। এতে উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চললেও এখন পর্যন্ত ঘটনাস্থলে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে।

এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেছে। সংঘর্ষে উভয় পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান। তবে আশপাশের শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায়। এসময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনার জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। গতকাল দিবাগত রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত থাকা বহু শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে।

ঘটনার পর রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া আহতদের কথা বিবেচনায় নিয়ে আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়।

 

কুমিল্লায় আর্তমানবতার সেবায় নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের আত্ব প্রকাশ

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুরে নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের আত্ব প্রকাশ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২৮ শে জানুয়ারী শনিবার। কুমিল্লার প্রখ্যাত আইনজীবি এডভোকেট নিয়ামত উল্লাহ’র স্মরণে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন ইতিমধ্যে বহুবছর থেকেই শিকারপুর এলাকায় স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এডভোকেট নিয়ামত উল্লাহ’র প্রতিষ্ঠিত বুড়িচং শিকারপুর পশ্বিমপাড়া নেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪ নং ষোলনল ইউনিয়মন পরিষদের চেয়ারম্যান হাজী মো: বিল্লাল হোসেন। এডভোকেট মরহুম নিয়ামত উল্লাহর সুযোগ্য পুত্র ই্িঞ্জনিয়ার মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং মরহুম নেয়ামত উল্লাহ’র পুত্রবধু সায়মা ইমন। সভায় বক্তারা নেয়ামত উল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার জনহিতকর কাজ অব্যাহত থাকব বলে আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান হাজী মো: বিল্লাল হোসেন বলেন, মরহুম এডভোকেট নিয়ামত উল্লাহ তার কর্মময় জীবন এবং তার প্রতিষ্ঠিত মসজিদ,মাদ্রাসা,স্কুল,কলেজসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজের মাধ্যমে মানুষের হদয়ে স্থান করে আছেন। ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ইমন নেয়ামত ফাইন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং এতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান