নালিতাবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জায়েদ মাহমুদ রিজন,নালিতাবাড়ী(শেরপুর):

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় দেশজুড়ে যেমন প্রতিবাদের ঝড় উঠেছে, তেমনি নালিতাবাড়ীতেও এর তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

সোমবার, ৬ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান, স্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাহমুদুল হাসান বলেন, পবিত্র কুরআন মানবজাতির আলোর দিশারী। এর অবমাননা মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত হানে। যারা এমন কাজ করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের উচিত এই ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বলেন, অপূর্ব পাল যে কুরআন অবমাননা করেছে, তা গোটা মুসলিম সমাজের প্রতি চরম অবমাননাকর আচরণ। বারবার এমন ঘটনা ঘটার অন্যতম কারণ হচ্ছে এ বিষয়ে কঠোর আইন না থাকা। তিনি বলেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে দ্রুত কঠোর আইন প্রণয়ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আবু বক্কর বলেন, অতীতেও বাংলাদেশে কুরআন অবমাননার বহু ঘটনা ঘটেছে। কিন্তু অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা আবারও ঘটছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান, যেন কুরআনের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং ধর্ম অবমাননা ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইসলামী যুব আন্দোলনের নেতা মাহাদী হাসান সিদ্দিকী। এ সময় আরও বক্তব্য রাখেন কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরশাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন এবং সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জল।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গড়কান্দা থেকে শুরু হয়ে ভোগাই ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ‘আল-কুরআনের অপমান, সইবে না রে মুসলমান’, ‘কুরআন অবমাননাকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই— অপূর্বের ফাঁসি চাই’।

উল্লেখ্য, ৪ অক্টোবর অপূর্ব পালের কুরআন অবমাননার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। পরে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ৫ অক্টোবর সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে’- বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

 

কুমিল্লা প্রতিনিধি:

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায়  মুক্তিযুদ্ধারা বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, মুক্তিযুদ্ধ ও  স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।  শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক বাংলার আলোড়ন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায়  মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন।  তারা বলেন, ১৯৭১ সালে বাঙ্গালী জাতির অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির  জন্য  সশস্ত্র যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।  এ দেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। জীবন বাজিরেখে  লড়াই করে দেশকে শক্রুমুক্ত করে  স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫০ বছর পর এখন একটি প্রধান প্রশ্ন হল, আর কত পথ অতিক্রম করলে আমরা মুক্তিযুদ্ধের  লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারব। চারপাশে এখন দেখা যায় ব্যক্তিস্বার্থ উদ্ধারের তুমুল লড়াই। এটা শুভ লক্ষণ নয়। আমাদের চারপাশে মানবিক মূল্যবোধের চর্চায় ব্যাপক অনীহার বিষয়টি পীড়াদায়ক।  ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এ দেশের মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার বহুমুখী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা না হলে তারা বিভ্রান্ত হতে পারে।    সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা এবং দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায়   জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বীরমুক্তিযোদ্ধাদ্বয়কে গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।    অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, ও যুদ্ধকালিন কোতয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা খাদেম মোহাম্মদ ফিরোজ, সমাজসেবক আবুল হোসেন, মুক্তিযুদ্ধের গবেষক, লেখক সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, কবি শিপন হোসেন মানব,কবি-সেলেমি,  সমাজকর্মী আজাদ সরকার লিটন, সাংবাদিক রবিউল বাশার খান,সাংবাদিক জামাল উদ্দিন দামাল,সাংবাদিক কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার।  এদিকে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাফেজ আবদুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলামকে ফুলেল মালা পরিয়ে দেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার,সাংবাদিক নেকবর হোসেন,সাংবাদিক কামরুজ্জামান। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনকে মালা পরিয়ে দেন সাংবাদিক রবিউল বাশার খান,সাংবাদিক ম্যাক রানা,সাংবাদিক ফেরদৌস মিঠু এবং কবিতা পাঠ করেন অগ্নিকণ্যা কবি রোকসানা আক্তার সুখি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার,সাংবাদিক রাজিব সাহা,নারায়ন কুন্ড,সাংবাদিক মাইনুল হাসান,সাংবাদিক শরিফুল ইসলাম সুমন,সাংবাদিক শাহিন আলম প্রমুখ। আলোচনা সভার শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায়  মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানাঃ আবু হানিফ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক