
ডেস্ক রিপিার্ট :
বর্তমান অন্তর্বর্তী সরকার যদি একটা তত্ত্বাবধায়ক সরকারে রূপ নেয়, তাহলে তখন তার সঙ্গে সেই ম্যান্ডেটটা আসে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা যদি না থেকে থাকে, তাহলে আমি মনে করি, প্রস্তাবটা ভালোই।
আমি যেমন কখনো উড়োচিঠি যে রকম গণনায় নিই না, তেমনি এ রকম উড়ো অভিযোগ কতটা গুরুত্বসহকারে নেওয়া উচিত? আমি মনে করি, এ রকম উড়ো অভিযোগ না করে স্পষ্ট করে এবং সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে এবং সেই অভিযোগ প্রমাণসহ সবার সামনে প্রকাশ করতে হবে। যদি সরকারের মধ্যেই একটি দলের প্রতিনিধি থাকে এবং সেই দলও নির্বাচনে যাচ্ছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতায় কিছুটা আপস হয়ে যায়। সেদিক থেকে আমি মনে করি, আপত্তির একটা ভিত্তি আছে।
বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদল দেওয়ার প্রস্তাবটা আসলে খারাপ নয়। কারণ, অন্তর্বর্তী সরকার হিসেবে এ সরকারের কোনো পরিষ্কার ম্যান্ডেট নেই। অন্তর্বর্তী সরকারের আসলে নির্বাচন করার ক্ষেত্রে, নির্বাচনটাকে পরিচালনা করার ক্ষেত্রে কোনো ক্লিয়ার ম্যান্ডেট নেই। সে হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের আদল দেওয়ার প্রস্তাবটা খারাপ নয়।






