শান্তি খুঁজে পেলেন মেসি

শান্তি খুঁজে পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক:

এমনিতে ঘন ঘন দল বদলের অভ্যাস নেই তাঁর। ক্যারিয়ারের লম্বা একটা সময় স্পেনের বার্সেলোনায় কাটিয়েছেন। আপন করে নিয়েছিলেন কাতালানের সেই শহরটিকেও। বছর চারেক আগে চোখের জলে সেই ঠিকানা বদল করেছিলেন লিওনেল মেসি। এরপর প্যারিসে পাড়ি দিয়েছিলেন বটে, কিন্তু দুই বছরের মধ্যে সেখান থেকে ছুটি নিয়ে নেন।

পিএসজিতে শান্তি খুঁজে পাননি এই বিশ্বচ্যাম্পিয়ন তারকা। সেটি খুঁজতেই বছর দুই আগে আটলান্টিক পাড়ি দিয়ে এসেছিলেন মায়ামিতে। আড়াই বছরের চুক্তি করেছিলেন এই ভেবে যে ‘যদি ভালো না লাগে’। তবে ইন্টার মায়ামিতে শান্তি খুঁজে পেয়েছেন তিনি। হয়তো ইউরোপের মতো প্রতি সপ্তাহে স্নায়ুর লড়াই নেই, তবে এখানে ভালো খেলার সুযোগ রয়েছে। তাছাড়া ছেলেদের স্কুল, যুক্তরাষ্ট্রে পরিবারের থিতু হওয়ার মতো ব্যাপারও রয়েছে। সব হিসাব মিলিয়ে অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই থাকবেন তিনি, যার অর্থ চল্লিশ পেরিয়ে একচল্লিশেও ফুটবল পায়ে দেখা যাবে মেসিকে। আপাতত এটুকুই আনন্দের খবর মেসি ভক্তদের। মেসি যেমন মায়ামিতে শান্তি খুঁজে পেয়েছেন, তেমনি ইন্টার মায়ামিও তাঁকে নিয়ে যুক্তরাষ্ট্র ফুটবলে একটা আলোড়ন তুলতে পেরেছেন। তাছাড়া মেসির আগমনের পর তাদের রাজস্ব আয় বছরে দ্বিগুণ বেড়ে গেছে। 

মেসির গোলাপি রঙের ১০ নম্বর জার্সি বিক্রি, ম্যাচের টিকিট বিক্রি, বিজ্ঞাপন-মিলিয়ে বছরে তাদের আয় এখন দেড় বিলিয়ন ডলার। এমন আইকন ফুটবলারকে দিয়েই তারা তাদের নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’ উদ্বোধন করতে চান। ২৫ হাজার দর্শকের স্টেডিয়ামের গ্যালারির এই নান্দনিক কাজ সম্পন্ন হবে ২০২৬ সালের শুরুর দিকে।

সংস্কারকাজ চলতে থাকা সেই স্টেডিয়ামের মাঠেই বৃহস্পতিবার মেসিকে নিয়ে গিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ‘এখানে আসার পর থেকে আমি দারুণ খুশি। সে কারণে এখানে আরও থাকার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমরা মায়ামির ফ্রিডম পার্কে খেলার জন্য উদগ্রীব। এই প্রজেক্ট চালিয়ে নিতে পেরে, মায়ামির স্বপ্নের পাশে থাকতে পেরে আমি খুশি।’ তিন বছরের চুক্তি স্বাক্ষরের পর এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন মেসি।

বিপিএলে সাবেক পাকিস্তানি তারকা ইজাজ আহমেদকে কোচ বানাল রাজশাহী

খেলা ডেস্ক: 

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফট। ড্রাফট থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটারদের পাশাপাশি নিজেদের পছন্দের কোচদেরও দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের বিপিএলে নতুন দল হিসেবে আছে দুর্বার রাজশাহী। বিপিএলে নিজেদের প্রধান কোচ হিসেবে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইজাজ আহমেদকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী।

বিবৃতিতে রাজশাহী জানিয়েছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান ইজাজ আহমেদ আসন্ন বিপিএলে আমাদের প্রধান কোচের দায়িত্ব নেবেন। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে এই আসরের।’ প্রথমবার বিপিএলে কোনও দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ইজাজ। এর আগে তিনি পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলে ইমরান খানের নেতৃত্বে খেলেছেন।

পাকিস্তানের জার্সিতে সব মিলিয়ে ৩১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৮৭ থেকে ২০০১ সাল এই সময়ে ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ানডেতে ৯ হাজার ৮৭৯ রান করেছেন তিনি। ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৯৯৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া পাকিস্তানের স্কোয়াডে ছিলেন ইজাজ।

অন্যদিকে কোচিং ক্যারিয়ারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইজাজ আহমেদ।

এবারের বিপিএলে অন্যান্য দলের তুলনায় খুব একটা শক্তিশালী দল গড়তে পারেনি রাজশাহী। অভিজ্ঞদের মধ্যে তাসকিন আহমেদ, বিজয়, শফিউল ইসলাম ছাড়া আর কোনও সিনিয়র ক্রিকেটার নেই। ইয়াসির আলি রাব্বি, জিসান আলম ও আকবর আলীরাও আছেন স্কোয়াডে। ৩০ ডিসেম্বর শুরু হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের এবারের আসর। আসরের মোট সাতটি দল হলো- ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্টাইকার্স।

এক নজরে দুর্বার রাজশাহীর স্কোয়াড

এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

 

সবা:স:জু- ৪৮৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম