কুয়াকাটায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটি ও পৌরসভার যৌথ সভা

রোজি আক্তার হ্যাপী: কুয়াকাটা (পটুয়াখালী) থেকে :
কুয়াকাটা পৌরসভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্স কমিটি ও কুয়াকাটা পৌরসভার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে কুয়াকাটা পৌরসভা অডিটরিয়ামে বেসরকারী সংস্থা ‘গ্রামবাংলা উন্নয়ন কমিটি’ ও ‘এসএসডিপি’,র যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় কুয়াকাটায় তামাকজাত দ্রব্যের ব্যবহার তথা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পৌর কাউন্সিলরবৃন্দ যার যার স্থান থেকে সহায়তার অঙ্গিকার করেন।
সভায় সভাপতিত্ব করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিষ্ট পুলিশ পরিদর্শক আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, বিশেষ অতিথি হিসেবে পৌর কাউন্সিলরদের মধ্যে ২নং ওয়ার্ড কাউন্সিলর ডা: মো: তৈয়বুর রহমান বক্তব্য প্রদান করেন ।
গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও এসএসডিপি যৌথ আয়োজনে সভায় কুয়াকাটা পৌরসভা এলাকার বিদ্যালয়সমুহের আশেপাশে ১০০ গজের মধ্যে শিক্ষার্থী ও অপ্রাপ্ত বয়স্কদের কাছে যেকোন ধরণের তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে উদ্যোগ নেয়ার কথা বলেন বক্তারা।
এছাড়া ট্যুরিষ্ট এলাকা বিবেচণায় যত্রতত্র ধূমপান বন্ধে স্মোকিং জোন ঘোষণার কথা বলেন প্রধান অতিথি। সভায় বিশেষ অতিথি কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে টুরিষ্ট পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে সকল ধরণের সহায়তার অঙ্গিকার করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপক‚লীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান।

জামালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুর সংবাদদাতা:

জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন নারী পুরুষসহ এলাকার শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন, সবুজ মিয়া ও লাভনি বেগম। তারা অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে দিন-রাত ২৪ ঘণ্টা বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ভেঙে বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক।

স্থানীয়রা আরও জানান, ড্রেজার মেশিন ও বাল্কহেডের বিকট শব্দে শিশু ও বৃদ্ধসহ সকল বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। দ্রুত এসব অবৈধ ড্রেজার ও বাল্কহেড অপসারণ না করলে তাদেরকে বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম