সিএনজি চালককে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতা, পরে আটক

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীতে এবার থানার সামনেই আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নগরের হালিশহর থানার ফইল্লাতলী বাজার ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।
আহত সিএনজি চালকের নাম নেছার আহম্মদ। তিনি হালিশহরের বি ব্লক এস ক্লাব মোড় এলাকার বাসিন্দা জালাল আহম্মদের ছেলে।
তবে ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত হালিশহর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ‘ডি’ ইউনিটের সভাপতি নাহিদ মজুমদারকে আটক করে হালিশহর থানা পুলিশ।
এদিকে আহত সিএনজি চালকের স্ত্রী হাজেরা বেগম বাদি হয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে এজাহার দায়ের করেন থানায়।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ নেতা নাহিদ মজুমদারের দলীয় তকমায় এলাকায় চাঁদাবাজি, চরা সুদ বানিজ্য, ভূমিদস্যুতা কিশোর গ্যাং পরিচালনা সহ ঘৃণ্য থেকে ঘৃন্ন্যতম কর্মকান্ডের সাথে জড়িত।
তার বড় ভাই নাজিমউদ্দীন মজুমদার ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবং নাহিদ মজুমদার ডি ইউনিট এর সভাপতি হওয়ায় তাদের সামনে মুখ খুলতে কেউ সাহস পায় না,
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ  বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইএইচটি এন্ড ম্যাটস- এ বৃক্ষরোপণ কর্মসূচি

আইএইচটি এন্ড ম্যাটস- এ বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লা সদর প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষায় কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫ খ্রিঃ) বেলা সাড়ে এগারো টায় কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লায় প্রতিষ্ঠানের সামনের মাঠে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ভোধণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আব্দুস সেলিম।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম,ডাঃ সৈয়দ আশরাফ হোসেন,
অধ্যাপক আলী আহসান টিটু,
ডাঃ সাইফুল ইসলাম,চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন,
হিসাব রক্ষন কর্মকর্তা কে এম মোহাইমিন রাফি,প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, আমিনুল ইসলাম ভুঁইয়া, অফিস সহকারি রিপন, রফিক, তপন,রাজেসপ্রমুখ।

আম,কাঠাল,পেয়ারা,
নিমসহ বিভিন্ন ফুল ও ফল গাছের চারা রোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের সাধ্যমতো সবাই যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।

উদ্ভোধন শেষে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে চারা রোপণ করে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন