১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:২২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আরকুম আলী বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে হচ্ছে না সংস্কার। আর সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে দক্ষিণ বিশ্বনাথ, ভেগশাইল থেকে কুরুয়া বাজার পর্যন্ত সড়ক।
বিশ্বনাথের মরণ ফাঁদে ও দুর্ভোগের চরমে নাকাল যেমন সমগ্র উপজেলাবাসী ঠিক এমনি এক ভাঙ্গনের ভয়ংকর চিত্র ফুটে উঠেছে ভেগশাইল কুরুয়া সড়ক।
বালাগঞ্জ উপজেলা ও
উসমানীনগর উপজেলার সাথে বিশ্বনাথ উপজেলার
দ্রুত যোগাযোগ ও যাতায়তের
এক সংক্ষিত সড়ক এটি।
খানা-খন্দ ও গর্তের বিশালকার থাকায় সড়কের পার্শে থাকা গাছ গুলো হেলে থাকায় মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
পরিবহণ শ্রমিকসংগঠনের
৭০৭ রেজিনং এর “নাম প্রকাশে অনিচ্ছুক “এক মেম্বারের সাথে এবিষয়ে কথা হলে তিনি জানান, “সাবেক এমপি এম.ইলিয়াস আলীর পর বিশ্বনাথবাসীর কপালে উন্নয়ন নেই ” এবার আমরা একজন প্রতিমন্ত্রী ও একজন পূর্ন মন্ত্রী পেয়েছি,আশাবাদী কাজ হবে কিছু।
এ প্রতিবেদক, বিশ্বনাথ শ্রমিকসংগঠনের ২০৯৭ রেজিনং এর সদস্য মাসুম আহমদকে “ভাঙ্গা গর্তে ভরা রাস্তায় গাড়ি চালানো অবস্থায় ” রাস্তা সংস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান “বর্তমান এমপি ও প্রতিমন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন ” কাজ হবে শীর্ঘই।
বর্ষায় বৃষ্টি হলে ছোট বড় অসংখ্য গর্তের কারনে উপজেলার অন্যান রাস্তার মতো ভেগশাইল কুরুয়া সড়টি মিনি পুকুরে পরিণত হয়।
রাস্তার বেহাল দশার কারণে গাড়ি ভাড়া বেড়ে গেছে তিন গুন, পিচ ঢালাই উঠে যাওয়ায় রাস্তায় গাড়িচলাচলে
ভয়ংকর দুর্ঘটনার ঝুকি বিদ্যমান।
স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, একাডেমী পড়ুয়া শিক্ষার্থীরা, সাধারণ জনগণ,
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রোগী চলাচলে চরম বিগ্ন হচ্ছে রাস্তার দুর্গতির কারণে।
অন্যদিকে এলজিইডি, সড়ক জনপদ বিভাগ (সওজ)’র আওতাধীন প্রধান সড়ক, জাতীয় সড়ক ও বিশ্বরোডের
সাথে যুক্ত এ ভেগশাইল টু কুরুয়া সড়কটি নিয়ে সাধারণ জনগনের অভিযোগের শেষ নেই। বিগত ১৫ বছর ধরে কোন উন্নয়ন হয়নি বলে অনেকে আক্ষেপ করেন।
মাজে কিছু লেপ-কসমেষ্টিক্স মেরামত হলেও নিম্মমানের কাজের কারণে তা টিকেনি।
সরজোমিনে ঘুরে দেখা যায়
২০২২ সালে ভয়ংকর বন্যার
থাকায় কিছু কিছু বাঁকে প্রচন্ড
ঢালু পিচ উঠে নরকে পরিণত হয়েছে সড়কটি।
এই প্রতিবেদক – বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা
শাহীনা আক্তারের সাথে কথা বললে তিনি জানান, শীর্ঘই
অন্যান রাস্তার মতো এ রাস্তার কাজ শুরু হবে।
বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানান :- এ বিষয়ে পরে কথা বলছি, এর পর তাঁর মোবাইল নং : ০১৭০৮১৬১৬৮৭ ও ফোন (অফিস) : ০১৭০৮১৬১৬৮৭
ই-মেইল :ue.biswanath@lged.gov.bd একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজটি প্রক্রিয়াধীন আছে
Leave a Reply