রেকর্ড সংগ্রহ তাড়া করে বাংলাদেশকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক: 

শেরফানে রাদারফোর্ডের ঝড়ো শতকে রেকর্ড সংগ্রহ তাড়া করে জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ভালো ব্যাটিংয়ে ২৯৪ রানের পুঁজি নিয়েও বোলিং ব্যর্থতায় হারতে হলো বাংলাদেশকে। প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ভালো শুরুর পরও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ১৯ করে সৌম্যর বিদায়ের পর লিটন দাসও ফেরেন মাত্র ১ করে।

এ দুজনের পর দলের হাল ধরেন তানজিদ-মিরাজ জুটি। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৭৯ রান। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে থামেন ৬০ রানে।

এক বছর পর দলে ফেরা আফিফকে নিয়ে এরপর ভালোই এগোচ্ছিলেন মিরাজ। চারে নেমে দেখা পান ক্যারিয়ারের পঞ্চম ফিফটির। আফিফের ২৮ রানের পর দুবার জীবন পাওয়া মিরাজ আউট হন ৭৪তে।

ষষ্ঠ উইকেটে বাংলাদেশকে পথ দেখান মাহমুদউল্লাহ-জাকের জুটি। ৭৪ বলে যোগ করেন ৯৬ রান। তাতে ৬ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ বাংলাদেশের স্কোরবোর্ডে। জাকের ৪৮ করে ফিরলেও মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৫০ রানে। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এদিন ওয়ানডেতে ২০০ ছক্কার মাইলফলক ছুয়েছেন মাহমুদউল্লাহ।

বড় রান তাড়ায়, দুই ওপেনার সাবধানী শুরু করলেও, ব্রেন্ডন কিং ও এভিন লুইসের উদ্বোধনী জুটি ভাঙ্গে দলীয় ২৭ রানে। ৯ করে তানজিম সাকিবের বলে আউট হন কিং। পরের ওভারেই নাহিদ রানার বলে ১৬ করে বিদায় নেন লুইস।

তৃতীয় উইকেটে হোপ-কার্টি দলের হাল ধরেন। তাদের জুটিতে আসে ৬৭ রান। রিশাদের লেগস্পিনে ২১ করে আউট হন কার্টি।

অন্যপ্রান্তে হোপ তুলে নেন ক্যারিয়ারের ২৬তম ফিফটি। রাদারফোর্ডকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। দুজনের ৯৩ বলে ৯৯ রানের জুটি ভাঙ্গেন মিরাজ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে হোপ ফেরেন ৮৬ করে।

অন্যপ্রান্তে ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন রাদারফোর্ড। ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন মাত্র ৭৭ বলে। ৮০ বলে ৮ ছক্কায় থামেন ১১৩ রানে। ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। টানা ১১ ম্যাচ হারের পর অবশেষে টাইগারদের বিপক্ষে জয়ের স্বাদ পেল উইন্ডিজ।

 

সবা:স:জু-২৬০/২৪

নাজমুল হোসেন শান্তর অসাধারণ শতকে এগিয়ে বাংলাদেশ

শামীম রহমান ::

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২ বল মোকাবেলা করে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। তার ধীরস্থির ও দায়িত্বশীল ইনিংসে ভর করে প্রথম ইনিংসে চাপে পড়েও ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। ইনিংসের সূচনায় সাদমান ইসলামের সঙ্গে মাঠে নামেন এনামুল হক বিজয়। কিন্তু মাত্র ১০ বল খেলেই শূন্য রানে বিদায় নেন বিজয়। দলীয় স্কোর তখন মাত্র ৫।

এরপর সাদমান ও মুমিনুল হক চেষ্টা করেন জুটি গড়ার। কিন্তু তাদের জুটি থেমে যায় ৩৪ রানে। সাদমান করেন ৫৩ বলে ১৪ রান। মুমিনুল কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন; ৩৩ বলে ২৯ রান করে তিনিও সাজঘরে ফেরেন দলীয় ৪৫ রানে।

তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে গড়েন প্রায় দুইশ রানের শক্ত জুটি। আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি মেরে শতক ছুঁয়ে ফেলেন শান্ত। অপর প্রান্তে অভিজ্ঞ মুশফিকও খেলছেন দুর্দান্তভাবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩৪ রান, তিন উইকেট হারিয়ে। শান্ত ১০১ রানে এবং মুশফিক ৮৬ রানে অপরাজিত থেকে মাঠে আছেন। দ্বিতীয় দিনেও এই জুটি বড় ইনিংস খেলতে পারলে শক্ত ভিত পাবে বাংলাদেশ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের