মূল্যস্ফীতির তথ্য আগে লুকানো হতো : অর্থ উপদেষ্টা ড. সালেহ

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

মূল্যস্ফীতি বাড়ছে স্বীকার করে নিয়েই অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানালেন, মূল্যস্ফীতির তথ্য আগে লুকানো হতো এখন যা সঠিক তাই বলা হচ্ছে, এজন্য বেশি মনে হচ্ছে।

আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের সরকারি পরিসংখ্যানের ভুল তথ্য নেতিবাচক প্রভাব ফেলেছে অর্থনীতিতে। বিগত সরকারের সময়ে চালের উৎপাদন উদ্বৃত্ত দেখানো হলেও এখন তা আমদানি করতে হচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংস্বম্পূর্ণ বলা হলেও বাজারে সরবরাহ ঘাটতিতে বাড়ছে মূল্যিস্ফীতি। এখন গড় মূল্যস্ফীতি প্রায় ১১ শতাংশ। এছাড়া আমদানি-রপ্তানির হিসাব ঠিক না থাকায় দেশে কমেছে বিনিয়োগও।

এসব বিষয় স্বীকার করে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সঠিক তথ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তথ্যগত ভুল সংশোধন করে, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে বলেও জানান তিনি।

এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান তুলে ধরেন আগামী দিনে অর্থনীতির চ্যালেঞ্জসমূহ। এ সময় অর্থনীতি সচল করতে ব্যক্তিখাতকে উৎসাহিত করার পরামর্শও দেন তিনি।

সবা:স:জু- ৪৬৬/২৪

আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টারঃ

সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার সময় একদিন বেড়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সেটি জমা দেবে তদন্ত কমিটি।

আগুন লাগার পর থেকে সচিবালয়ে সাধারণের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। তবে সোমবার দুপুরে প্রথমবারের মতো সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মীকে ঢোকার সুযোগ দেয়া হয়।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, সব বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে আজ মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন তারা। আগুনের ঘটনায় তাকে আহ্বায়ক করে গঠন করা ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, ১০ কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। আগুনের উৎস ও কারণ খুঁজে বের করা ছাড়াও কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কিনা তাও দেখবে কমিটি।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনটিতে আগুন লেগে ৬ তলা থেকে নয় তলা পর্যন্ত ৪টি ফ্লোরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সবা:স:জ-৫৬৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান