স্ত্রী তালাক দেয়ায় অশালীন ছবি ছারছেন স্বামী সাগর

স্টাফ রিপোর্টার॥

স্ত্রী-সন্তানের কথা গোপন করেই পর নারী আশক্ত ও মাদকাশক্ত হয়ে পরেছেন স্বামী সাগর হোসেন (৪০)। প্রতিদিনই স্ত্রীর উপর র্নিযাতন করতো এ নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকত, এমনকি র্নিযাতন সয্য করতে না পেরে লিপি আত্বহত্যার পথও বেচে নেয় সেদিন তার ভাই ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তায় বোনকে বাচাতে পেরেছে।
‌শেষ পর্যন্ত সাগরকে তালাক দিয়েছেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে তার ন’গ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন সাগর । ঘটনাটি রাজধানীর উত্তরখান এলাকার কাচকুরা এলাকার বেতুলী এলাকায়।
সাগর এ এলাকার জলিল বেপারীর ছেলে। এ নিয়ে ৩০ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী সাগর হোসেনের বিরুদ্ধে প’র্নোগ্রাফি আইনে থানায় একটি মামলা করার জন্য ডিএমপির কদমতলী থানায় একডি সাধারন ডায়েরী করেছেন।জানাযায় সাগর ও লিপির বিয়ে হয় ২০০৫ সালে তাদের সংসারে ২ টি সন্তান রয়েছে কিন্তু সাগর মাদকাশক্ত ও পরনারীকে নিয়ে মজে থাকাই তার পেশা হয়ে দাড়িয়েছে এ কারনে সংসারে অশান্তি লেগেই থাকে সে কারনে লিপি গত মাসে সামাজিকভা্বে ২ পক্ষ উপস্থিত থেকে তাদের তালাক সম্পন্ন হয়, কিন্তু কিছুদিন পার হতে না হতেই সাগর পাগলামি শুরু করে দেয় ভূয়া ফেইসবুক আইডি খোলে সাবেক স্ত্রী লিপিকে বদনাম করার চেষ্টা করছে অশ্লীল কথা বার্তা ছেলেদের সাথে বলে সে সকল কথার্বাতার স্কীন র্সট দিয়ে তা লিপির আত্বীয় সজ্বনদের কাছে পাটিয়ে তাকে বদনাম করছে।

কয়েকদিন যাবত মুঠোফোনে প্রায়ই বিরক্ত করছে। সর্বশেষ গত ৫ আগস্ট সাগর তার স্ত্রীর কয়েকটি ন’গ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। এ নিয়ে ১০-৮-২০২২ জিডি করেন ভুক্তভোগী নারী।

স্ত্রী সংসারে থাকা অবস্থায় মুঠোফোনে ছবিগুলো তোলা হয়েছিল। এসব ছবি নিয়ে সাগর তার স্ত্রীকে ‘জিম্মি’ করে রাখার চেষ্টা করতেন। শেষ পর্যন্ত তিনি ছবিগুলো ইন্টারনেটে ছেড়েই দেন। সাগরের মুঠোফোন জব্দ করা হলেই সব কিছু বেরিয়ে আসবে বলে মনে করেন ভোক্তভুগি নারী লিপি।

 

টঙ্গীর জাভান হোটেলের ‘ডিসকোবারে’ অভিযান, পতিতা-খদ্দেরসহ আটক ২০

স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে এক ‘ডিসকোবার’ এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তরুণী ও পতিতা এবং খদ্দেরসহ ১৮ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ নগদ টাকাসহ মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানকালে ভবনের তিনতলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে বিদ্যুতের তারে পড়ে হোটেলের এক কর্মী ঝলসে দগ্ধ হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার শরীফ কিয়াম উদ্দিন মাস্টার রোডের জাভান আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিসকোবার পরিচালিত হয়ে আসছিল।

হোটেলের ম্যানেজার রিয়াজ শাহেদ বাবু, নাচ গান ব্যবস্থাপক জসিম উদ্দিন ও মুনসুর আহমেদের নেতৃত্বে এ ডিসকোবার পরিচালনা করছিলেন। ডিসকোবার’এ প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত ধরে অসামাজিক কার্যকলাপ, মাদকের রমরমা ব্যবসা ও উচ্চ শব্দে নাচ-গান পরিচালিত হতো। এতে এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে।

এলাকাবাসীর একাধিক অভিযোগের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানার ওসি  ও ইন্সপেক্টর (অপারেশন) এর নেতৃত্বে একদল পুলিশ ওই ডিসকোবার’এ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ১২জন তরুণী ও পতিতা এবং ৬ জন খদ্দেরসহ মোট ১৮ জনকে আটক করা হয়। পুলিশ ওই ডিসকোবার থেকে ৩৩ বোতল বিদেশী মদ ও ৬০ ক্যান বিয়ার এবং নগদ এক লাখ ৫ হাজার টাকা জব্ধ করে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
“নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স“ জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের