শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

স্টাফ রিপোর্টার:

রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে লাগা আগুনে চারজন নিহত হয়েছেন।নিহতদের চারজনই পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ বেলা ১২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আমাদের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা ছিল কিন্তু আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় ছয়তলায়। ছয় তালার বাথরুমের ভেতরের তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহ গুলা পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা মারা ছিল। নিহতরা সবাই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মিছিলে মুখরিত শাহবাগ মেট্রো স্টেশন

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। মেট্রোরেলে করে যারা কর্মসূচিতে আসছেন তাদের অনেকেই শাহবাগ মেট্রো স্টেশনে নেমে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনে দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছেন বিভিন্ন এলাকার মানুষজন। তারা মেট্রোরেল থেকে নেমেই স্টেশনে স্লোগান দেওয়া শুরু করছেন।

স্টেশনের চলন্ত সিঁড়ি, বের হওয়ার স্থান এবং বিভিন্ন স্পটে স্লোগান দিতে দেখা গেছে। মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে সড়কে- সর্বত্র ফিলিস্তিনের পতাকা হাতে মানুষ মিছিল দিচ্ছেন। শাহবাগ ও আশপাশের এলাকার সর্বত্র এখন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দখলে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর দুইটার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ শুরু হবে। এরপর এসব জনস্রোত মিলিত হবে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে।

কর্মসূচি উপলক্ষে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। ফিলিস্তিনের পক্ষে সংহতি এবং ইসরায়েলের বর্বর আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সর্বস্তরের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন