
জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ জুলাই) সকালে শহরের সরকার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ও কক্সবাজার জেলার মনির হোসেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকার বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি রেফ্রিজারেটর ভ্যান পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করে।
পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে ১৬ হাজার ১৬৪ পিস ফেস ক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। পাশাপাশি চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পণ্যগুলো সিলেট সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাচার করার চেষ্টা করছিল।