এনসিপির পদযাত্রা নিয়ে ফেসবুকে সারজিসের স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই স্ট্যাটাস দেন।

সারজিস আলম লিখেছেন, যে ১৬ জুলাইয়ে হাসিনার নির্দেশে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে শেষ করে দিতে ৬ জন বীর সহযোদ্ধাকে প্রথম হত্যা করা হয়, ১ বছর পরে ঠিক সেদিনই আমরা ‘জুলাই পদযাত্রা’ নিয়ে গোপালগঞ্জে যাচ্ছি।

তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে আমরা গোপালগঞ্জ জেলায় প্রবেশ করেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আসছি গোপালগঞ্জ শহরের পৌর পার্কে।

স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না জানিয়ে এই এনসিপি নেতা লিখেছেন, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না। বিপ্লব চলমান, লড়াই হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত।

সবশেষে তিনি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ।

প্রেসক্লাব বাউফল ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

 

মাহামুদ হাসান,বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রেসক্লাব বাউফল গঠন করা হয়েছে।

(০৮নভেম্বর) বাউফল উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। এতে সংগঠন পরিচালনার জন্য প্রাথমিক ভাবে ৫১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর ) আনুষ্ঠঅনিক ভাবে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান খান রিয়াদ কে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলাদেশ বাউফল প্রতিনিধি মাহমুদ হাসান রুবেল কে সাধারণ সম্পাদক ও সাংবাদিক শফিকুল ইসলামকে যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি, ইমাম হোসেন (মনা), সহ সভাপতি নুরুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মীর মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক লিংকন মাহমুদ, যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, দপ্তর সম্পাদক এস এম তারেক রহমান (প্রিন্স), সহ দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুদ রানা, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান মৃধা , আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম শাহীন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজমা বেগম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নাসির উদ্দিন খান, মোঃ ফিরোজ আলম, এ এফ এম ফিরোজ মোল্লা, মোঃ মজহারুল ইসলাম মিলন, মোঃ সাইদুর ইসলাম, মোঃ হারুন আর রশিদ বাচ্চু, মোঃ কামরুল হাসান সেন্টু, তুষার সাহা, খালেদা বেগম রিমা, ইমাম হোসেন সাগর, সিয়ানুর রহমান সুজন, রাশেদুল হাসান, মোঃ সবুজ হাওলাদার, নুরুল আমিন আজাদ, সাইদুর ইসলাম খোকন, সোহেল রানা, নজরুল ইসলাম রানা ।

এ ছাড়া সংগঠনের নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম অব্যহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা