মাহেরীনের বীরত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাহেরীনের বীরত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি স্কুলে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে বহু শিশুর মর্মান্তিক মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের মানুষের প্রতি আমার হৃদয়ভরা সমবেদনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানি ও শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী আনোয়ার আরও জানান, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে সমবেদনা ও সংহতি জানাবেন। তিনি বলেন, শোকের এই সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে। আমরা প্রতিটি হারানো প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার দুপুর ২টার পর জানায়, দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যু ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য পেয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নাফি নামে এক ছাত্রের মৃত্যু হয়।

সাংবাদিক ইমরান আনসারীর পিএইচডি ডিগ্রি লাভ

স্টাফ রিপোর্টার:

সাংবাদিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী যুক্তরাষ্ট্রের প্যানসেলভেনিয়ার বিখ্যাত রবার্ট মরিস বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিষ্টেমস এন্ড কমিউনিকেশনের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন কমেন্সমেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মিসেল এল প্যাট্রিক আনুষ্ঠানিকভাবে তাঁর পিএইচডি ডিগ্রীর ঘোষণা দেন এবং সনদ হস্তান্তর করেন।

তার পিএইচডি অভিসন্দর্ভের বিষয় ছিল- ‘Analysis of Public Sentiment and the Use of Hybrid Warfare Strategies on Twitter during the 2022-2023 Ukraine-Russia War’. তাঁর পিএইচডি সুপারভাইজার ছিলেন কমিউনিকেশন বিশেষজ্ঞ ড. সান এ. পার্ক। পিএইচডি কমিটি মেম্বার ছিলেন যথাক্রমে ড. এন জেবরো, ও ড. ফ্রাঙ্ক এইচ হার্টেল।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিটি ইউনিভার্সিটি থেকে ২০২০ সালে জাতীয় নিরাপত্তায় দ্বিতীয় মাষ্টার্স সম্পন্ন করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম