মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

শনিবার (২৬ জুলাই) দুপুরে মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে এ ঘটনা ঘটে। নিহত মো. ফজলে রাব্বি সুমনের বাড়ি ভোলায়। তার বাবার নাম মো. বশির।
মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান মো. ফজলে রাব্বি সুমন। দুপুর ১২টার দিকে এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোন নিতে চাইলে তিনি ফোনটি দিতে অস্বীকৃতি জানান। এতে ছিনতাইকারী ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইল ফোন নিয়ে চলে যান।

পরবর্তীকালে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেলে নিয়ে যান, অবস্থার অবনতি হলে বেলা ৩টার দিকে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, হত্যাকাণ্ডের তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মিরপুরে কসমো স্কুলে আগুন ধোঁয়ায় আচ্ছন্ন পাঁচতলা ভবন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন লেগেছে৷বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১ মেইন রোডের কাছে সিটি মাঠের পাশে অবস্থিত ওই স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, স্কুলের জেনারেটর রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকাণ্ডের ফলে পাঁচতলা ভবনের সর্বত্র প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে৷ স্কুলের শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেবার কাজ করছে এলাকাবাসী।

হঠাৎ করে স্কুল ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচতলা বিশিষ্ট ভবনের সর্বত্রই ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুনের কারণ ও কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় স্কুলে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুরো ভবনটি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছিল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম