সাংবাদিক তুহিন হত্যা মামলার আরেক আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

সাংবাদিক তুহিন হত্যা মামলার আরেক আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

কিশোরগঞ্জ সংবাদদাতা:

গাজীপু‌রে সাংবাদিক আসাদুজ্জামান তু‌হিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শহীদুল‌ ইসলামকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর এক‌টি দল। শনিবার (৯ আগস্ট) বিকেলে কি‌শোরগ‌ঞ্জের ইটনা উপজেলার সদরের পুরাতন বাজার থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব -১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান গোপনে খবর পেয়ে ইটনা উপজেলা সদরের পুরান বাজার এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও সন্ধ্যায় গ্রেপ্তারকৃত আসামি শহিদুল ইসলামকে নিয়ে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের সিও আশরাফুল কবির জানিয়েছেন। সাংবাদিক তুহিন হত্যার ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনের পরিচয় শনাক্তের পর শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে এক নারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত সাংবাদিক তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

টঙ্গীতে পাঁচ অপহরণকারী গ্রেফতার ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম, গাজীপুরঃ

গাজীপুরের টঙ্গীতে রিক্সা চালক সুমন মিয়া অপহরণের ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে স্থানীয় হিমারদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, তপন মিয়া (৩২), নাদিম (২৯), রাশেদুল ইসলাম রাসেল(২২), নকিব (১৯) ও রিফাত (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে টঙ্গীর মা টাওয়ার এলাকা থেকে অটোরিকশা ভাড়ার কথা বলে কৌশলে রিকসা চালক সুমনকে অপহরণ করে গ্রেফতারকৃত আসামিরা। পরে রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রেসনে কর্মরত টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক আবু হাসেমের নেতৃত্বে হিমারদিঘি এলাকার জনৈক দিদার হোসেনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল, ১টি তলোয়ার, ১টি ষ্টিলের পাত, ১টি রামদা, ১টি ছোড়া, ১টি চাকু, ১টি রেঞ্চ, ৩টি হাতুড়ি, ২টি লোহার হুক, ১টি ক্যাচি, ১টি বাটাল, ২টি স্ক্রু ড্রাইভার ও দুইটি পেরেক তুলার যন্ত্র উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম