টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারির মৃত্যু

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারির মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত (২২) এক ছিনতাইকারির মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সকালে হাবিব নামে এক লোক তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এসময় স্টেশন রোড এলাকায় পৌঁছলে ৩-৪ জন ছিনতাইকারি তাদের পথরোধ করে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়দের সহায়তায় একজনকে সনাক্ত করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এসময় উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে ওই ছিনতাইকারিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরে আটক ছিনতাইকারি অসুস্থ হয়ে পরলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঈদগাঁওতে হত্যাসহ একাধিক মামলার আসামী আটক

স্টাফ রিপোর্টার: 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী থেকে হত্যাসহ ১৬ টি মামলার এক গ্রেফতার করেছেন র‌্যাব-১৫। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতের নাম বদি আলম প্রকাশ বদি।
সে টেকনাফে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যাকান্ডের মূল পরিকল্পনাকরী। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি,অস্ত্র ও মাদকসহ অন্যান্য অভিযোগে মামলা রয়েছে। আটক বদি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাত ঘরিয়া পাড়ার নজির আহমদের পুত্র।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) জানান, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩টি হত্যা,৫টি অস্ত্র,৬টি মাদক,১টি ডাকাতি প্রস্তুতি ও ১টি অন্য মামলাসহ ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
র‌্যাব শুক্রবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে,২০২৪ সালে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বটগাছ তলায় ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের মধ্য যোগীয় বর্বর কায়দায় নির্যাতনে নিহত হয়। ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত হত্যাকান্ডের পর থেকেই জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে র‌্যাব ১৫ ব্যাপক গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
সবা:স:জু-২৪৫/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম