ঢাকা ম্যাচ এলাকায় লাকি ডায়িং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কদমতলী থানা এলাকার ঢাকা ম্যাচ এলাকায় লাকি ডায়িং মিজান হাজির কারখানায় অবৈধ গ্যাস দিয়ে কারখানা পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে আর এই অভিযোগ উঠেছে কারখানা মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এ বিষয়ে এলাকার সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সেই সাথে দক্ষিণ সিটির মাননীয় মেয়র মহোদয় ও ৫৯নং ওয়ার্ডের কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছে ,,প্রশাসন থেকে গণমাধ্যম কর্মী পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছে , জানাযায় এই সে জামান, যে কিনা ৮০টাকা পকেটে নিয়ে ঢাকায় এসেছিল,,আজ তার বাড়ী গাড়ী কিছুর অভাব নেই,,ও খুব গভীর জলের মাছ,,তাই ওর অনেক দূর্নীতিই ধরা ছোয়ার বাহিরে,,তবুও চোর নীরবে সাক্ষী রেখে যায় তার অপকর্মের,,তার পাশের এই ছবিটি একটি অবৈধ গ্যাস সংযোগ দেওয়া কালীন ছবি,যার পরিচালক ছিলেন জামান, এই কারখানার মালিক হলো মিজান মোল্লা,, ম্যানেজার হলো রিয়াজ,,কারখানার নাম লাকী ডাইং,,আজ থেকে সাত আট মাস আগে রাতের অন্ধকারে সরকারি অনুমোদন ছারাই হাই স্পিডের এই গ্যাস সংযোগটি দেওয়া হয়, আর তা দেয় শফি মোল্লা, আর এই কাজ বাবদ এই জামান মালিকদের সভাপতি /সেক্রেটারির নাম ভাংগীয়ে হাতিয়ে নেয় আড়াই লক্ষ টাকা মালিকদের সাথে কথা বলে জানা যাই তারা এই ব্যাপারে কিছুই জানেনা, গ্যাস অফিসে যোগাযোগ করা হলে তারা জানান এই সুযোগটি অবৈধভাবে নেয়া, এলাকার একজন সচেতন নাগরিক বলেন এখনো কমিশনার সাহেব রাস্তা কাটার অনুমতি দিলে আমি প্রমান করতে সক্ষম হবো,,রাতের আধারেই ধামা চাপা দেওয়া হয়েছিলো এই নেক্কার জনক ঘটনার,,সরকারি সম্পদ চুরি করে কেউ কোটিপতি হবে,, আর কেউ বিল দিয়েও গ্যাস পাবোনা,,তা হবে না, তা হবে না,,অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাড়ান,,অন্যায় যে করে আর যে সহে উভয়েই সমান অপরাধী,,সবাই সঠিক পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করুন,,অন্যায় কারীর মুখোশ উম্মোচন করতে আমাকে সহযোগিতা করুন এবিষযে মন্তব্য জানার জন্য কারখানার মালিককে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। (চলবে)

পিবিআইয়ের  প্রতিবেদনে নারাজি জানালেন মুনিয়ার বোন নুসরাত তানিয়া

স্টাফ রিপোর্টারঃ

আজ বছরের প্রথম দিনে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ চাঞ্চল্যকর মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার বাদী নুসরাত জাহান তানিয়া বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।

নুসরাত জাহান তানিয়া আজ বিচারক মাফরোজা পারভীনের আদালতে এ আবেদন করেছেন। বিচারক বেগম মাফরোজা পারভিন মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করার জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ১২ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

তদন্ত প্রতিবেদনে, আইও বলেছেন, তিনি আনভীর এবং অন্যান্যদের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাননি। অথচ নাগরিক টিভি আনভীরের বাসায় একাধিকবার উপঢৌকন নিতে আশরাফের যাতায়াতের প্রমান পেয়েছে। এই তদন্তকারী কর্মকর্তা আশরাফ মূলত আনভীরের কেনা গোলাম এবং তিনি বিপুল অংকের টাকা আনভীরের থেকে উপহার হিসেবে গ্রহণ করেছেন।

আনভীরের সেবাদাস আশরাফের সাজানো তদন্ত প্রতিবেদনের মূল উদ্দেশ্যই ছিল আনভীরকে এই মামলা থেকে বিনা জিজ্ঞাসাবাদে অব্যাহতি প্রদান করা। দৃশ্যমান এ অন্যায়ের বিরুদ্ধে সবুজ বাংলাদেশ  জাগ্রত আছে। মুনিয়া হত্যার ন্যায়বিচারের স্বার্থে যারাই এ মামলাকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে যাচ্ছেন, তাদের দিকে নজর রাখছে। সত্য অবশ্যই প্রতিষ্ঠা পাবে, অর্থ দিয়ে আনভীরকে সানভীরের মতো পার পেতে দেবো না।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম