চৌহালীতে যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান ফারুক

মোঃ ফরহাদ হোসেন-

চৌহালী উপজেলার বাঘুটিয়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙ্গন কবলিত চর বিনানু এলাকার ব্যাপক ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে ওই এলাকার অব্যাহত ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়েছে।

এলাকাবাসির দাবির পরিপ্রেক্ষিতে ভাঙ্গন রোধে স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডলের বিশেষ তৎপরতায় পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে এই জিও ব্যাগের ডাম্পিং এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় সম্ভুদিয়া ও পার্শ্ববর্তী এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হয়।

রবিবার ১০ অক্টোবর বিকালে ভাঙ্গণ কবলিত এলাকায় ভাঙ্গন প্রতিরোধে ১শত মিটার জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার। আরও উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার গিয়াস উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডর প্রতিনিধিগন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধে নদীর গতিপথ পরিবর্তন করা একান্ত অপরিহার্য। ভাঙ্গন রোধ করতে না পারলে চৌহালী উপজেলা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তিনি আরও বলেন, ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।

শ্রীপুরে বোতাম কারখানায় অগ্নিকাণ্ড-বিস্ফোরণ

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের বোতাম কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার দুপুরে দিকে উপজেলার ভাংনাহাটি এলাকার এম এন্ড ইউ ট্রিমস লিমিটেডে এ ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানাটির কেমিকেলের গোডাউনে হঠাৎ আগুন লেগে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে কারখানার ভেতরের ও বাইরের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। মালামাল পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যাবতীয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারেননি কতৃপক্ষ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম