দরবারে এলাহী নবাবগঞ্জে আখেরি মোনাজাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

নকশবন্দিয়া তরিকার মোজাদ্দেদ হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খান রহঃ ১৯তম ওফাত দিবস উপলক্ষে নবাবগঞ্জ দরবারে এলাহী জামে মসজিদ মাঠ চত্বরে সপ্তাহব্যাপী আলোচনা দোয়া মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারে এলাহীর ২য় খলীফা হযরত মোহাম্মদ আবদুল বারী,শায়েখ আবদুল বারী,মোনাজাতের পূর্বে তার বক্তব্যে বলেন আল্লাহ পাক এক বান্দাকে খাস করেন তামাম জাহানের মঙ্গলের জন্য । আমাদের নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খান (রহ)ও তেমনি একজন আল্লাহ পাকের খাস বান্দা। শেষ নবী হযরত মুহাম্মদ (সা) এর পরে আল্লাহ পাকের ইশারা ইংগিত প্রাপ্ত হয়ে খাস বান্দা বা অলি আল্লাহগণ মানুষকে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির পথে আহ্বান করে আসছেন। যেমন চার মাযহাবের চারজন ইমাম, চার তরিকার চারজন ইমাম আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত এইসব বান্দাদের ছায়াতলে আসাই মুক্তির একমাত্র পথ। সপ্তাহব্যাপী আলোচনা সভার শেষ দিনে আরো বক্তব্য রাখেন দরবারে এলাহীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মুফতি হায়দার , মাওলানা আবদুর রউব, আজাহার আলী,এডভোকেট আসাদুজ্জামান, ছোট সাহেবজাদা আবদুল্লাহ খান, সায়েদুর রহমান, ইউনুছ মিয়াজি, জামাল চৌধুরী,জসিম সরকার সহ আরো অনেকে

সৌদি পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৫৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৩৯ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৭৫ হাজার ৫৮০টি ভিসা ইস্যু করা হয়েছে।

রোববার (৪ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, ৫৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, সৌদি এয়ারলাইন্সের ১৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবশেষ ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭) নামে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে জানিয়েছে হজ সংশ্লিষ্ট হেল্প ডেস্ক। এর আগে ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমান (৭০) নামে একজনের মৃত্যু হয়।

এর আগে, গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন