১ মাস আগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না প্রকৌশলী

স্টাফ রিপোর্টার:

রাজধানীর অদুরেই কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহকে গত মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বদলি করা হয়। আর তার স্থলে দেয়া হয় নারায়ণগঞ্জ আড়াইহাজারের উপজেলা প্রকৌশলী আরিফ রহমানকে। অথচ এক মাস অতিবাহিত হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ। এ দিকে, এলজিইডিতে ডোর টু ডোর ঘুরছেন প্রকৌশলী আরিফ।

জানা গেছে, এলজিইডির প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ কপি যার তারিখ ২৭ -৮-২০২৪। নং ৪৬,০২,০০০,০০১,১৯,১৩০,১৭-৯৯৭৮। এতে উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদবি ও কর্মস্থলে বদলি করা হলো। অথচ এক মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত পদে বহাল প্রকৌশলী কাজি মাহমুদ উল্লাহ। সরকারি এ আদেশ তোয়াক্কা করছেন না তিনি। সূত্র জানায়, গত ২৭ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত এক আদেশ প্রদান করা হয় এবং যথারীতি বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় কপি সরবরাহ করা হয় , তৎ প্রেক্ষিতে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে মোহাম্মদ আরিফুর রহমান নির্বাহী প্রকৌশলীর দফতরে যোগদান করেন এবং যথারীতি তা গৃহীত হয় , সরকারি বদলির আদেশ পাওয়া মাত্রই সেই আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান কর্মস্থলে থাকার জন্য বিভিন্ন পর্যায়ে তদবির করে বেড়াচ্ছেন, যা সরকারি বিধিবিধান এর সুস্পষ্ট লঙ্ঘন, সরকারি নির্দেশ পাওয়া মাত্রই নতুন প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান সাবেক প্রকৌশলীর চার্জ প্রদান করার প্রতিশ্রুতি মোতাবেক দুই দিন কেরানীগঞ্জের কর্মস্থলে এসেছিলেন কিন্তু তিনি চার্জ প্রদান করেননি। যোগদান করলেও চেয়ারে বসতে পারছেন না প্রকৌশলী মো: আরিফুর রহমান।

তিনি এ প্রতিবেদককে বলেন, গত মাসের ২৮ আগস্ট যোগদানের জন্য কেরানীগঞ্জে যাই। আজ কাল বলে প্রায় এক মাস হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ সাহেব। এ নিয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীর দফতরে ঘুরতে হচ্ছে। তিনি বলেন, আমি কী করবো তাও কেউ বলছে না। তিনি এও বলেন, প্রধান প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেরানীগঞ্জের মতো একটি উন্নয়নশীল উপজেলায় জনসম্পৃক্ত অবকাঠামে উন্নয়ন মতো একটি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মুখিয়ে আছি। তা ছাড়া বদলিকৃত প্রকৌশলীর প্রতি সম্মান দেখিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম কিন্তু সেই কাক্সিক্ষত দায়িত্ব হাতে পাইনি এখনো।
এ দিকে, এলজিইডি কেরানীগঞ্জের একাধিক ঠিকাদার এ প্রতিবেদককে বলেন, জুন মাসে বাজেট হয়েছে। সে অনুযায়ী এই উপজেলার ঠিকাদারি কাজ আগেই শুরু হয়েছে। তা ছাড়া ঠিকাদারের সাথে মৌখিক চুক্তিতে ঘুষ-বাণিজ্য আদায় না করে সে যাবে না বলে মনে হচ্ছে । ঠিকাদাররা বলেন, গত তিন বছর যাবত এলজিইডি কেরানীগঞ্জের দায়িত্বে ইঞ্জিনিয়ার মাহমুদ উল্লাহ। এ সময় তিনি মাদারীপুরের এমপি ও সাবেক মন্ত্রী শাহজাহানের পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। কোনো ঠিকাদার টুঁ শব্দ পর্যন্ত করতে পারিনি। ৫ আগস্ট পুনরায় দেশ স্বাধীন হওয়ার পরে স্থানীয় বিএনপি নেতাদের বিএনপি সেন্ট্রাল নেতাকে দিয়ে ফোন দেওয়াচ্ছেন মাহমুদ উল্লাহ। তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। তা ছাড়া নির্বাহী প্রকৌশলী তার আত্মীয় হওয়ায় কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান একাধিক ঠিকাদার।
অভিযুক্ত প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ নয়া দিগন্তকে বলেন, তার মা ক্যান্সারের রোগী হওয়ায় তিনি অন্যত্র বদলি হতে নারাজ। তাই এখনো বহাল রয়েছেন। তিনি আরো বলেন, তার আপন চাচাত মামা সাবেক মন্ত্রী ও এমপি শাহজাহান খান। তা ছাড়া মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতিও তার আপন চাচা।

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম ও প্রধান প্রকৌশলীকে গত এক সপ্তাহ যাবত ফোন দিলেও তা রিসিভ করেননি তারা।

লাউ সবজির উপকারিতা ও অপকারিতা

লাইফস্টাইল ডেস্ক :

লাউ শীতের সবজি হলেও এখন সারা বছরই ফলন হয়। এই সবজি পুষ্টিগুণে ভরপুর। লাউয়ে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ডায়েটারি ফাইবার আছে। দ্রবণীয় ডায়েটারি ফাইবার খাবার হজম করতে সাহায্য করে এবং হজমসংক্রান্ত সমস্যা সমাধানে সহায়তা করে। এ ছাড়া নিয়মিত লাউ খেলে গলা-বুক জ্বালা করা, অ্যাসিডিটি, পেট ফাঁপা, অজীর্ণ ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়।

লাউয়ের পুষ্টিগুণ-

লাউ গাছের আগা, ডগা, ফল সবই অত্যন্ত পুষ্টিকর ও ঔষধিগুণ সমৃদ্ধ। আমাদের দেশের গ্রাম কিংবা শহরের সকল মানুষের কাছে পরিচিত ও ব্যাপক জনপ্রিয় ও সুস্বাদু সবজি লাউ। এটা সর্বত্র সারা বছরই পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এ সবজি তাই আমাদের কাছে অত্যন্ত প্রিয়। লাউ-এর আদি নিবাস আফ্রিকা। পরে তা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। লতানো জাতীয় উদ্ভিদ লাউয়ে ভিটামিন বি.সি. শর্করা ও খাদ্য শক্তি পাওয়া যায়। এর পাতায় এ.সি. ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। বীজে থাকে ৪৫% ফ্যাট এসিড, প্রোটিন, অ্যামাইনোএসিড ইত্যাদি। বীজের তেল মাথাব্যথা দূর করে।

প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী লাউ গাছের পাতায় খাদ্য উপাদান হ’ল- প্রোটিন ২.৩ গ্রাম, শর্করা ৬.১ গ্রাম, চর্বি ০.৭ গ্রাম, ক্যালসিয়াম, ৮০ গ্রাম, ক্যারোটিন ১৮৭ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ৯০ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৩৯ কিলোক্যালরি।

১০০ গ্রাম খাবার উপযোগী লাউ-এ খাদ্য উপাদান হ’ল- জলীয় অংশ ৮৩.১ গ্রাম, প্রোটিন ১.১ গ্রাম, শর্করা ১৫.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, ক্যালসিয়াম ২৬ গ্রাম, লৌহ ০.৭ মিলিগ্রাম, ভিটামিন সি ৪ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালরি, খনিজ পদার্থ ০.৫ গ্রাম, কার্বোহাইড্রেট ২.৫ গ্রাম, ফসফরাস ১০ মিলিগ্রাম, ভিটামিন বি ১০.০৩ মিলিগ্রাম, বি ২.০১ মিলিগ্রাম, নিয়াসিন ০.০২ মিলিগ্রাম। তাছাড়া এতে ম্যাগনেসিয়াম, জিংক, ওমেগা ৬, ফ্যাটি এসিড আছে। এছাড়া লাউয়ের নানা ঔষধি গুণাগুণও রয়েছে। কোষ্ঠকাঠিন্য রোগে নিয়মিত লাউ খেলে উপকার পাওয়া যায়। বিশেষ করে গর্ভবতী মহিলারা প্রায়ই কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হন। তারা লাউ খেয়ে উপকার পাবেন।

লাউ গাছের পাতা শাকও খুবই উপকারী। যাদের খাবার কম হজম হয় বা অসুখ-বিসুখ লেগেই থাকে, তাদের জন্য লাউ খুবই উপকারী সবজি। নিয়মিত খেলে কর্মশক্তি বৃদ্ধি পায়। যাদের শরীর গরম বা মাথা গরম থাকে, তারা লাউ খেলে উপকার পাবেন। হৃদরোগে আক্রান্ত ও হাই-প্রেসারের রোগীরা নিয়মিত লাউ খেলে উপকার পাবেন। লাউ খেলে শরীরের চামড়ার আর্দ্রতা বজায় থাকে। ফলে শীতকালে চামড়ার টান টান ভাব কমে যায়।

কানের ব্যথায় লাউ গাছের নরম ডগার রস দিলে উপকার পাওয়া যায়। লাউ গাছের পাতার রসের সাথে চিনি মিশিয়ে খেলে জন্ডিস রোগে উপকার হয়। যাদের ঘুম কম হয় তারা রাতে লাউ খেলে রাত জাগার প্রবণতা কমে ঘুম আসতে পারে। যাদের সব সময় মাথা গরম থাকে তারা লাউ এর বীজ বেটে মাথার তালুতে রাখলে বা ভরণ দিলে উপকার পাবেন। খাওয়ায় অরুচি হ’লে লাউ-এর সবজি বা লাউ-এর বাকলের ভাজি খেলে সমস্যা কমে যাবে ইনশাআল্লাহ।

লাউয়ের ক্ষতি/অপকারিতা-

গরমের মৌসুমে লাউয়ের রস খাওয়া খুব উপকারী বলা হয়, কিন্তু আর্দ্র মরসুমে এটি ক্ষতিকর হতে পারে। লাউয়ে ১২ % পর্যন্ত জল এবং প্রচুর ফাইবার থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই বোতলের লাউয়ের জুস পান করলে অ্যালার্জি হতে পারে। যদি বোতলের লাউয়ের রস বিষাক্ত হয় তবে এটি পান করার পরে চুলকানি হতে পারে।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম