শিবালয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের শিবালয়ে নুরজাহান বেগম (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালিপাড়া চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি আল মামুন।

নিহত নুরজাহান বেগম উপজেলার শিবালয় ইউনিয়নের ইখলাস শেখের (৪০) স্ত্রী।

স্থানীয়রা জানান, দেড় দশক আগে ইখলাস শেখের সঙ্গে নুরজাহানের বিয়ে হয়। তার স্বামী পেশায় একজন গাছ ব্যবসায়ী। তাদের তিন সন্তান রয়েছে।

এ বিষয়ে শিবালয় থানার ওসি আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবা:স:সু-১৪৬/২৪

ডেসকো’র উত্তরা পশ্চিম বিভাগে সীমাহীন লুটপাট

 

*ডেসকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ, উত্তরা পশ্চিম দপ্তরকে ঘিরে গড়ে উঠেছে সংঘবদ্ধ লুটেরা সিন্ডিকেট।

*এ দপ্তরের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও চিহ্নিত ইলেক্ট্রিশিয়ানসহ শতাধিক দালালের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে এক কোটি ২০ লক্ষাধিক টাকা। ওই এলাকায় প্রায় পাঁচ হাজার অবৈধ বিদ্যুত সংযোগ ও মাসিক বিল বাবদ এই বিপুল পরিমাণ টাকা আদায়পূর্বক তা ভাগ বাটোয়ারা করে নেয়ার অভিযোগ রয়েছে।

*এরমধ্যে ব্যাটারিচালিত কয়েক হাজার রিকসায় চার্জ দিতে গজিয়ে ওঠা ৫০টি গ্যারেজ থেকেই হাতিয়ে নেওয়া হয় ৬০ লক্ষাধিক টাকা।

*চোরাই বিদ্যুতের বাইপাস সংযোগ দেয়া দুই ডজন শিল্প কারখানা থেকে মাসোহারা তোলা হয় ৩০ লাখ টাকা।

*এছাড়াও রাজউকের ফেলে রাখা সহস্রাধিক প্লটে গজিয়ে ওঠা স্থাপনা, ১৩টি অবৈধ ফুটপাত বাজার, ৯টি শপিংমল, ছোট বড় ১১টি বস্তির শত শত ঘরে অবৈধ বিদ্যুত সংযোগ সচল রাখার বিপরীতে আরো অন্তত ৩০ লাখ টাকা আদায় করছে দালালচক্র।

*বিপুল পরিমাণ এই মাসোহারা কারা কিভাবে আদায় করছেন? ভাগবন্টন হয় কি হিসেবে? কার ভাগ্যে কত জোটে? সবকিছুই বেরিয়ে এসেছে টানা অনুসন্ধানে। শুধুমাত্র বেপরোয়া লুটপাট, বৈধ গ্রাহকদের হয়রানি, সর্বোপরি নির্বাহী প্রকৌশলীর চরম দায়িত্বহীনতায় ডেসকো’র সবচেয়ে অযোগ্য, বেহাল বিভাগে পরিনত হয়েছে উত্তরা পশ্চিম বিভাগটি। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক সবুজ বাংলাদেশ এ

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান