
নাটোর সংবাদদাতা:
নাটোরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। শনিবার (৯ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দিতে যান। সকাল সোয়া ১০টার দিকে আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন নেতা প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব তাদের বাধা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং পরে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।
এ বিষয়ে ডিবির ওসি মো. হাবিবুল্লাহ হাসিব অভিযোগ অস্বীকার করে বলেন নিরাপত্তার দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। তিনি দাবি করেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়ামসহ দেশের আরও ১৩টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রতিটি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।