নাটোরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি

নাটোরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি

নাটোর সংবাদদাতা:

নাটোরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। শনিবার (৯ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দিতে যান। সকাল সোয়া ১০টার দিকে আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন নেতা প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব তাদের বাধা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং পরে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।

এ বিষয়ে ডিবির ওসি মো. হাবিবুল্লাহ হাসিব অভিযোগ অস্বীকার করে বলেন নিরাপত্তার দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। তিনি দাবি করেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়ামসহ দেশের আরও ১৩টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রতিটি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।

চট্টগ্রামে মদের দোকানে আগুন

চট্টগ্রামে মদের দোকানে আগুন

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুনে পুড়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে সংস্থাটির ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটেল সৈকতের সামনে বারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিন মদের বারটি লুটপাট করেছিল দুর্বৃত্তরা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর বারটি সংস্কার করে পুনরায় চালু করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান