রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজন

রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজন

ডেস্ক রিপোর্ট:

দেশের বিভিন্ন জেলায় রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে একাধিক সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চাঁদপুর, সিলেট এবং কুমিল্লার মতো রেমিট্যান্স নির্ভর জেলাগুলোতে সম্প্রতি আয়োজিত এই সেশনের লক্ষ্য ছিল-রেমিট্যান্সের ব্যবহার ও বৈধ চ্যানেলে তা পাঠানো নিয়ে গ্রহীতাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ ও ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের জানানো।

উঠান বৈঠক ও ব্রাঞ্চ লেভেলে আয়োজিত এই সেশনগুলোতে থাকা ও সম্ভাব্য রেমিটেন্স গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের কাছে ব্র্যাক ব্যাংকের প্রবাসী পরিবার এবং তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্টের বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা তুলে ধরার পাশাপাশি হুন্ডির মতো অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে রেমিট্যান্স না পাঠিয়ে বৈধ চ্যানেলে তা পাঠানোর উপরও গুরুত্বারোপ করা হয় সেশনগুলোতে।

ক্যাম্পেইনে বিপুলসংখ্যক গ্রাহকের অংশগ্রহণ ও উৎসাহ দেখা গিয়েছে, যার ফলে ব্যাংকিং চ্যানেলের বাইরে থাকা গ্রাহকরা কয়েকশ নতুন অ্যাকাউন্টও খুলেছেন।

এসময় অংশগ্রহণকারীরা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেল ও প্রোডাক্ট-অ্যাস্থা অ্যাপ, এসএমই স্বাবলম্বী ঋণ এবং রেমিট্যান্স-কেন্দ্রিক অন্যান্য সেবার ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেন।

এমন উদ্যোগে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, রেমিট্যান্স গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো। এ লক্ষ্যে আমাদের ব্যাংকিং সেবাগুলো এমনভাবে সাজিয়েছি, যা একদিকে যেমন দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ভূমিকা রাখবে, তেমনি গ্রাহকদের অবৈধ চ্যানেলের পরিবর্তে ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করবে।

বেসিক ব্যাংকে টেন্ডার সিন্ডিকেটে গোপালগঞ্জের ভূত সক্রিয়, মানছে না হাইকোর্টের নির্দেশনা!

স্টাফ রিপোর্টার :

লুটপাট, ঋণ কেলেঙ্কারি আর দখলদারিত্বের কারণে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের করুণ অবস্থা। এজন্য মূলত দায়ী করা হয় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাইকে। আওয়ামী সরকারের আমলে বেসিক ব্যাংকে শক্ত সিন্ডিকেট গড়ে তুলে গোপালগঞ্জের সিন্ডিকেট। তারাই নিয়ন্ত্রণ করতো ঋণ জালিয়াতি, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নিয়োগ বাণিজ্যসহ সবকিছুই। গেলো ১৯ সেপ্টেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় মো: আনিসুর রহমানকে, তারও বাড়ি গোপালগঞ্জের। স্বৈরাচার সরকার পতনের পর কৌশল পরিবর্তন করে সক্রিয় হয়ে আছে এই সিন্ডিকেট।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর স্ত্রীর আত্মীয় হওয়ার সুবাধে গুলশান শাখার ব্যবস্থাপক মাহবুব আলম খান লুটপাটের রাজত্ব জুড়ে বসেছে পুরো শাখায়। টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ পুরোটাই তার হাতে, তারই সহযোগি হিসেবে রয়েছেন বংশাল শাখার সাবেক ম্যানেজার আনেয়ার হোসেন।
বহুল আলোচিত আবদুল হাই বাচ্চুর আত্মীয় হয়েও বহাল তবিয়তে থাকা মাহবুব আলম খানের নানা অপকর্ম নিয়ে ইতোমধ্যে আলোচনায় সরব পুরো বেসিক ব্যাংক।
সম্প্রতি ঘটে যাওয়া এক টেন্ডার কেলেংকারী নিয়ে অভিযোগ জমা পড়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রেটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে। অভিযোগ নিয়ে মাঠে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত টীম। বেসিক ব্যাংক কর্তৃক দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম প্রসঙ্গে অভিযোগে জানা যায়, গত ২৯শে জুন ২০২৪ইং তারিখে পত্রিকায় প্রকাশিত বেসিক ব্যাংক গুলশান শাখার নিকট দায়বদ্ধ মেসার্স ইউকে বাংলা ট্রেডিং লিমিটেড এর নিলাম বিজ্ঞপ্তিমূলে নিলাম প্রক্রিয়ায় ছয়টি দরপত্র জমা পড়ে। যার মধ্যেই ৩টিই বেসিক ব্যাংকের বংশাল শাখা থেকে পে-অর্ডার করা হয়। এর নেপথ্যের কারিগর বংশাল শাখার সাবেক ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

গত ২৫শে জুন ২০২৪ইং তারিখে গুলশান শাখায় দরপত্র বাক্স খোলা হলে জালিয়াতি করে ১০০টাকার ব্যবধানে এগিয়ে রাখে গোপালগঞ্জের সিন্ডিকেটকে। সে সময় উপস্থিত দরপত্রদাতাদের কোন পে-অর্ডার দেখানো হয় নি। পুরো প্রক্রিয়া অত্যন্ত কৌশলে সম্পন্ন করেন গুলশান শাখার ম্যানেজার মাহবুব আলম খান। পরবর্তীতে দরপত্রে প্রদানকৃত কোন দর গৃহীত না হওয়ায় অন্যান্য দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পে-অর্ডার তুলে নেওয়ার জন্য বলা হয়। সে ব্যাংক ম্যানেজার মাহবুব আলম খান বলেন, নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতার উদ্ধৃত দর গ্রহণযোগ্য বলে প্রতীয়মান না হওয়ায় পুরো নিলাম প্রক্রিয়া ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক বাতিল করা হয় এবং পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সম্পত্তি বিক্রয়ের নির্দেশনা প্রদান করেছে। এ সংক্রান্ত বেসিক ব্যাংকের রিকভারি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফিদা হাসান স্বাক্ষরিত চিঠি যার স্মারক নং : ৫৩.০৯.০০০০. ৮২৬.৬৮. ৭৬.২০২৪.৪৪৪২ মূলে এই নির্দেশনা প্রাপ্ত হন বলে তিনি জানান।
দরপত্রে অংশগ্রহণকারীরা পে-অর্ডার ফেরত নেওয়ার আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ব্যাংক কর্তৃক কোন দরপত্র দর গৃহীত না হওয়ায় এই পে-অর্ডার ফেরত নেওয়া হচ্ছে। পে-অর্ডার ফেরত আনার পর লিখিতভাবে পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ও বিস্তারিত অবগত করার জন্য অনুরোধ করা হলেও তা না করে উল্টো বাতিলকৃত দরপত্রের জালিয়াতির মাধ্যমে প্রথম হওয়া সিন্ডিকেট ব্যাক্তি নিয়ম বর্র্হিভূতভাবে ফ্ল্যাট রেজিষ্ট্রেশন করে দেওয়ার জন্য প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা যায়।
মোটা অংকের লেনদেনের মাধ্যমে পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এম মোফাজ্জেল। আর ব্যাংকের বাহির থেকে নেতৃত্ব দিচ্ছে ঢাকা প্রেসক্লাবের কথিত সভাপতি পরিচয়দানকারী আনাম আহমেদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম আশীর্বাদপুষ্ট পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের ভাগিনা হিসেবে দাপিয়ে বেড়াতো এই আনাম আহমেদ। মিরপুর ডিওএইচএস এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের নামে মামলা হওয়ার পর কিছুদিন গা ঢাকা দিয়েছিলো আনাম আহমেদ। বর্তমানে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পুরো সিন্ডিকেট।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের গুলশান শাখার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা লংঘনের অভিযোগ আনেন ইউকে বাংলা ট্রেডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ তাজ উদ্দিন। তিনি অবহিতকরণ নোটিশে উল্লেখ করেন যে, গত ১০ মার্চ ২০২৪ইং তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে রিট পিটিশন নং ১৫৭৩৫/২০২৩ দখিল করলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আমিনুল ইসলাম কর্তৃক গঠিত দ্বৈত বেঞ্চ বাংকের দায়েরকৃত জারী মামলা নং- ২৭৯/২০১৮; ২০৩/২০২১ ও অর্থঋণ মামলা ২৬৩/২১৭ এর সমস্ত কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে আদেশ প্রদান করেন।
আদালতের স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণেদিতভাবে ব্যাংকের কিছু অতি উৎসাহী কর্মকর্তার যোগসাজশে নিজেদেও পছন্দের সিন্ডিকেটের কাছে ফ্ল্যাট বিক্রির লক্ষ্যে পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা মহামান্য সুপ্রিম কোটের নির্দেশনার সুষ্পষ্ট লংঘন এবং আদালত অবমাননার অগ্রহণযোগ্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন আহমেদ তাজ উদ্দিন।
এ বিষয়ে গুলশান শাখার ম্যানেজার মাহবুব আলম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করি। টেন্ডার বাতিল ও পুনরায় প্রক্রিয়াকরণ সম্পর্কে আমি জানি না।
বেসিক ব্যাংকের টেন্ডার সিন্ডিকেটের অপতৎরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন