ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদকঃ 

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দীর্ঘবছর যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সবাইকে সাথে নিয়ে জোঠ গঠনে বিএনপির আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি এমনকি ঐক্য বজায় রাখতে বিভেদের পথে পা না বাড়ানোরও অনুরোধ করেন তিনি। সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনায় সালাহউদ্দিন আহমেদ এমন অনুরোধ জানান।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই হাইকমান্ডের এই বৈঠক করছে বিএনপি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না বলেও সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি। তরুণদের রাজনৈতিক ভাবনাকে প্রাধান্য দেয়ার বিষয়েও আলোচনা করেন তিনি। তারুণ্যনির্ভর ভাবনাকে গুরুত্বের সাথে প্রাধান্য দেয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন সালাহউদ্দিন আহমদ।

 

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

ডেস্ক রিপোর্ট:

রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হয় হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম