নিষিদ্ধ সালমান খান

ডেস্ক রিপোর্ট:

বলিউড তারকা সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন। কিছুদিন আগে তিনি এক অনুষ্ঠানে বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছিলেন,যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। এই ঘটনার পর পাকিস্তান সরকার তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সিডিউল-৪ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকাকে সাধারণভাবে কালো তালিকা বলা হয়,যেখানে সন্ত্রাসবাদ বা নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। ভারতের সংবাদমাধ্যম মিড-ডে জানায়,সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ সালমান খান,শাহরুখ খান ও আমির খান একসঙ্গে অংশ নেন। সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনা চলছিল। কথোপকথনের সময় সালমান বলেন, এখন যদি এখানে কোনো হিন্দি ছবি মুক্তি পায়,সেটা সুপারহিট হবে। তামিল তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপি আয় করতে পারে,কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে বেলুচিস্তান,আফগানিস্তান,পাকিস্তান সব জায়গা থেকে মানুষ এসেছে। এই মন্তব্যেই মূলত বিতর্কের সূত্রপাত হয়।

মার্টিন ও সোফির প্রেমের গুঞ্জন

ডেস্ক রিপোর্ট:

ধনকুবের প্রেমিক পেরির সঙ্গে ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নারের সম্পর্কটা চুকেবুকে গেছে। অন্যদিকে ডাকোটা জনসনের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি টেনেছেন কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন।

পেরির সঙ্গে সম্পর্ক ভাঙার সপ্তাহখানেক পরই ক্রিস মার্টিনের সঙ্গে দেখা করেন সোফি টার্নার। সূত্রের বরাতে ডেইলি মেইল অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, দুজনে নাকি চুপিসারে প্রেম করছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা চলছে।ব্রিটিশ সাময়িকী দ্য সান জানিয়েছে, গত আগস্টের শেষের দিকে পেরির সঙ্গে চুপিচুপি সম্পর্কের ইতি টানেন সোফি। এরপর তাঁকে সেলিব্রিটিদের ডেটিং অ্যাপ ‘রায়া’ তে দেখা যায়। ২০২৩ সাল থেকে প্রেম করছিলেন পেরি ও সোফি। এই বছর জুনে গ্লাস্টনবেরি উৎসবে শেষবারের মতো একসঙ্গে দেখা গেছে তাঁদের।

ডেইলি মেইল লিখেছে, গত সেপ্টেম্বরেই পেরি ও সোফির সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এর কয়েক দিন পরই সোফির সঙ্গে ক্রিসের পরিচয় হয়। সোফির সাবেক প্রেমিক পেরিও নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি তাঁকে এক স্বর্ণকেশী নারীর সঙ্গে দেখা গেছে, যিনি দেখতে অনেকটা সোফির মতোই।এর আগে ২০১৯ সালে লাস ভেগাসে গায়ক জো জোনাসকে বিয়ে করেন সোফি। চার বছর পর দুজনের বিবাহবিচ্ছেদ ঘটে। দুজনের সংসারে উইলা ও ডেলফিন নামে দুই মেয়ে রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম