শোককে শক্তিতে পরিনত করে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে : মো. শফিকুল আলম

নিজস্ব প্রতিবেক:

কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১৫ আগষ্ট, ২০২৩) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেঘনা উপজেলা আ’লীগের সভাপতি মো.শফিকুল আলম।

এ নেতা সারাদিন ব্যাপি হোমনা আওয়ামী লীগ অফিস, হোমনা পৌরসভা, গোয়ারীভাঙ্গা, মেঘনার পাড়ারবন্দ, মুগারচর, ভাওরখোলা, লুটেরচর, কান্দারগাও, বড়কান্দা সহ বিভিন্ন স্পটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরন করেন।
সাথে ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ জালাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন নয়ন, এমরান হোসেন আকাশ, অর্থ সম্পাদক জাকির হোসেন, দফতর সম্পাদক মহসিন মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেলিম মিয়া, সেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম মিয়া, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মহসিন মিয়া, যুব লীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাস্টার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে হোমনা আওয়ামী লীগ অফিসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হোমনা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিধ অধ্যক্ষ আবদুল মজিদ, হোমনা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, বীর মুক্তিযোদ্ধা আলি আহমেদ।
অন্যদিকে বড়কান্দা ইউনিয়নে আমেনা মুজিব পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত শোক সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাব সেলিনা ইসলাম (এমপি), বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি হুমায়ুন কবির মৃধা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উক্ত সভায় মোঃ শফিকুল আলম বলেন, খুনিরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে চেয়েছিলো চিরতরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে কিন্তু তারা জানেনা জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। খুনিচক্র শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেই খান্ত হননি একই ধারাবাহিকতায় ২১ আগষ্ট বোমা হামলা করে মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার নীল নকশা করে। তাই আগামী নির্বাচনে শোককে শক্তিতে পরিনত করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে।

খেলাফত মজলিসের নতুন আমির মাওলানা আবদুল বাছিত আজাদ

স্টাফ রিপোর্টার:
মাওলানা আবদুল বাছিত আজাদ খেলাফত মজলিসের নতুন আমির নির্বাচিত হয়েছেন। সংগঠনের আমির শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত আমীরে মজলিসের দায়িত্ব পালন করছিলেন।

খেলাফত মজলিসের আমিরে মজলিস উপ-নির্বাচনে সারা দেশের সদস্য ও মজলিসে শূরা সদস্যদের গোপন ভোটে তিনি আমিরে মজলিস নির্বাচিত হন।

রোববার (৩ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আমিরে মজলিস উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

বৈঠকে নবনির্বাচিত আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।

নবনির্বাচিত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ তার বক্তব্যে বলেন, দেশ জাতি ও ইসলামের স্বার্থে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

দেশের চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিসের আট দফা দাবি আদায়ে ময়দানে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য সারা দেশের থানা-উপজেলায় সমাবেশ ও আগামী ১৪ অক্টোবর ঢাকার মহাসমাবেশ বাস্তবায়নে সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন