তিন দিনব্যাপী কংশনগরে বইমেলা শুরু

কুমিল্লা প্রতিনিধি:

কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার পাঁচ ফেব্রুয়ারি এই মেলা উদ্বোধন করেন কথা সাহিত্যিক ও পুলিশ সুপার রহমান শেলী ( মিজানুর রহমান)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আব্দুল মান্নান, পুলিশ সুপার, কুমিল্লা। মেলাটি চলবে সাত ফেব্রুয়ারী পর্যন্ত।
কথা সাহিত্যিক রহমান শেলী বলেন, বই হচ্ছে মানুষের মনের খোরাক। মনকে সুন্দরকেমকরতে হলে বই পড়তে হবে। মুখে স্নো পাউডার দিলে যেমন চেহারা সুন্দর হয়, তেমনি আই পড়লে মন সুন্দর হয়। মন সুন্দরকে দেখতে হলে তার আচার-আচরণকে দেখতে হয়। যে সুন্দর করে কথা বলে, যে বড়ের সম্মান করে, যে ছোটদের স্নেহ করে। তাদের মন সুন্দর হয়। যে নিজের কাজ নিজে করে, যে তার নিজের ঘরটিকে পরিস্কার করে রাখে, যে মা-বাবাকে সাহায়্য করে। সে ভালো মনের অধিকারী হয়।
আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি নি, নজরুল ইসলামকে দেখি নি। কিন্তু তার বই আমরা পড়ি থাকি। তার মানে কি দাঁড়াল? তাদেরকে না দেখলেও তাদের বই পড়ে তাদের যে চিন্তা তাদের যে ভাআনা ছিল সমাজ ও মানুষকে নিয়ে তা আমরা জানতে পারি। তাহলে আমরা ধরে নিতে পারি, আমাদের প্রত্যেকের মনে তারা বসআাস করে
বিশ্ববিখ্যাত অনেক লেখকের বই আমরা এখন সহজেই বইমেলায় পেয়ে যাই। বিষয়টা কতো দারুণ! সবাই এখন চাইলেই বই পড়ে বিশ্ববিখ্যাতদের জানতে পারি। বইমেলায় অনেক সুন্দর সুন্দর বই আছে। ছাত্র- ছাত্রীদের উদ্যোশ্যে রহমান শেলী বলেন, তোমরা বই কেনার পাশাপাশি বাবা-মা ও ভাই-বোনদের বইমেলায় নিয়ে আসবে। তাহলে সবাই বইকে আনন্দের সাথে উপভোগ করতে পারবে।
পুলিশ সুপার আব্দুল মান্নান পিপিএম বার বলেন, একাডেমির বাইরেও প্রচুর বই পড়তে হবে। গল্প কবিতা উপন্যাস পড়লে ক্লাসেও ভালো স্টুডেন্ট হওয়া যায়। ক্লাসের পড়ার আগ্রহ বাড়ে। একটি জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা অনন্য।
অনুষ্ঠানে সভাপতি করেন, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুর রহমান। বইমেলা ব্যবস্থাপনায় ছিলেন, স্কুল হেড টিচার বাহালুল কবির ও স্কুল টিচার আবু ইউসুফ ও অন্যান্য।

নেইমারের প্যাশন

স্পোর্টস ডেস্ক ॥

অনেকে বলেন- নেইমার জুনিয়র প্রাণ দিয়ে ফুটবল খেলেন। বল পায়ে তার ড্রিবলিং দেখলেই যা বোঝা যায়। তিনি ফুটবল ভালোবাসেন, ড্রিবলিং ভালোবাসেন বলেই বারবার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে আসেন। বারবার ট্যাকলের শিকার হয়ে ইনজুরিতে পড়লেও খেলার ধরন বদলান না।

তবে নেইমারের আল হিলালের কোচ হোর্হে জেসুস দাবি করেছেন, নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্য জিনিসে বেশি। রোনালদোর সঙ্গে নেইমারের ফুটবল প্যাশনের তুলনা করে এই কথা বলেন পর্তুগিজ কোচ।

সাবেক পোর্ত কোচ জেসুস বলেন, ‘ফুটবলের প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর প্যাশন অনেক বেশি এবং ফুটবলকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তবে নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্যত্র বেশি। ওগুলোই তার কাছে বেশি প্রাধান্য পায়, যেগুলো তার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত।’

নেইমারের ফুটবল প্যাশন নিয়ে প্রশ্ন তুললেও ফুটবলার হিসেবে তিনি অসাধারণ বলে মন্তব্য করেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। তার মতে, ব্রাজিলিয়ান তারকাকে কোচিং করানো খুব সহজ।

জেসুস বলেন, ‘প্রথমত, বলবো আমার ভাগ্য তেমন একটা ভালো নয়। কারণ আমি পূর্বে নেইমারকে কোচিং করানোর সুযোগ পাইনি। এবার তাকে দলে পেয়েও তার সঙ্গে মাত্র দেড় মাস কাজ করতে পেরেছি। তাকে কোচিং করানো খুব সহজ মনে হয়েছে, সে দারুণ একটা ছেলে যার সঙ্গে সহজে বোঝাপড়া করে নেওয়া যায়।’

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন