৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

স্টাফ রিপোর্টার:

ঢাকাসহ নয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায়।

 

তুরাগে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করায় রাজউকের অভিযান

হাফসা আক্তার ঃ

রাজধানীর উত্তরা তুরাগ থানা নয়ানগর এলাকায় প্লান অমান্য করে বিল্ডিং নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় নয়ানগর এলাকায় ১০ তলা একটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয় এ সময় অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। বিল্ডিং কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানায় আমাদেরকে পূর্বে নোটিশ প্রধান না করে আমাদের বিল্ডিং ভেঙ্গে ফেলা হয়। অভিযোগ করেও আবার তিনি রাজউক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি আরেকটি নতুন ৪ তলা ও ২ তলা রাস্তা দখল করে বিল্ডিং নির্মাণ করায় অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়। বিল্ডিং উচ্ছেদ অভিযানের সময় প্রতিটি বিল্ডিং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৪ তলা ও ২ তলা বিল্ডি এর মালিক কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করায় এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানিয়েছে স্থানীয় লোকজন বাধা দিলেও তাদের তোয়াক্কা না করে বিল্ডিং নির্মাণ করে। তারা আরো জানিয়েছে এভাবে যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে ভালো হবে আর এভাবে কেউ অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করবে না। এই পুরা অভিযানটি পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

উচ্ছেদ অভিযানের বিষয় ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন রাজধানী কর্তৃপক্ষ জুন ৩/২ আওতাধীন তুরাগ এলাকায় রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় মোবাইল কোড পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন দেখা যাচ্ছে এইসব এলাকায় এমারত মালিকগণ রাজউক কর্তৃক নকশা অনুমোদন নিয়ে ও সেই অনুমোদনকৃত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করছেন না। আমরা এইসব ব্যত্যয়কৃত ইমারত নির্মাণের জন্য বিভিন্ন দণ্ড প্রদান করছি এবং একই সাথে তারা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ইমারত নির্মাণ না করে সেই বিষয় সচেতন করছি। আমরা পর্যায়ক্রমে এই এলাকায় সকল ব্যত্যয়কৃত ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
তিনি আরও বলেন, আমার একই সাথে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতা মূলক দিক নির্দেশনা দিচ্ছি। আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমান আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/২ এর অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, ইমারত পরিদর্শক মোহাম্মদ আবু রাশেদ ও অন্যান্য রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের