বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান।

এসময় রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান এবং হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান বলেন, বিজিবি সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।

দেবীগঞ্জে চালু হলো ‘হোটেল ল্যাক্সারি ইন্টারন্যাশনাল’

এনামুল  পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পর্যটন শিল্পের বিকাশে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে চালু হতে যাচ্ছে ‘হোটেল ল্যাক্সারি ইন্টারন্যাশনাল’ নামে একটি আবাসিক হোটেল। সোমবার (০১ মে) হোটেলটির উদ্বোধন হয়।

পঞ্চগড়ে দেবীগঞ্জের বিশ্বাস সুপার মার্কেটে নবনির্মিত হোটেলটি কার্যক্রম চালু করেছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হোটেলটিতে মোট নয় ধরণের রুম রয়েছে। এরমধ্যে দুই রকমের এসি রুম রয়েছে। রুমের কোয়ালিটি অনুযায়ী এগুলোর প্রতিদিন ভাড়া রাখা হয়েছে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।

তবে শুরুতেই পর্যটকদের কথা চিন্তা করে হোটেল কর্তৃপক্ষ রুমের ভাড়া ৩০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন।

‘হোটেল ল্যাক্সারি ইন্টারন্যাশনাল’ পরিচালনা পরিষদে রয়েছেন দেবীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের অন্তর্গত পাটোয়ারীপাড়া গ্রামের শ্রী: দেবাশীষ বিশ্বাস,মোঃ আরিফ হোসেন একই ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের মোছাঃ হাসনা হেনা।

তাঁরা জানান, পঞ্চগড়ের পর্যটন খাতকে আরও গতিশীল করতে আমাদের এই পথচলা। আমরা দেশি বিদেশি পর্যটকদের পঞ্চগড়ে ভ্রমণের পাশাপাশি আনন্দদায়ক, আরামদায়ক ও আধুনিকমানের সেবার প্রত্যয় নিয়ে ‘হোটেল ল্যাক্সারি ইন্টারন্যাশনাল’-এর শুভ সুচনা করছি আর আমরা মনেকরি এই যাত্রার সঙ্গী হবে সবাই।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম