
সিলেট সংবাদদাতা:
সিলেটে লাগামহীন লুটপাটে বিলীন সাদা পাথর রক্ষায় চলছে যৌথ বাহিনীর অভিযান। এ অভিযানে রাস্তায় আটকে দেওয়া হয়েছে পাথর বোঝাই প্রায় আড়াই শতাধিক ট্রাক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সিলেট-ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে ছিল এসব ট্রাক। টহল দল জানায়, বুধবার রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানে পাথরবাহী ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। এসবের মধ্যে ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই এলসি ট্রাক যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হচ্ছে। আর জব্দকৃত ট্রাক থেকে মূল পর্যটন স্পটে পাথর প্রতিস্থাপন চলমান।
এর আগে, গতকাল সিলেটের ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এরআগে বুধবার সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউজে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত এক সভায় ২৪ ঘণ্টা সাদা পাথর এলাকায় যৌথ বাহিনী দায়িত্ব পালন করাসহ পাঁচটি সিদ্ধান্তের কথা জানায় সিলেট জেলা প্রশাসন।
একইদিন সকালে দুদক সিলেট কার্যালয়ের ৯ সদস্যের একটি দল সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে লুটের ব্যাপারে স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে বলে মন্তব্য করে দুদক।