একরাতেই নদীতে ফেলা হলো ১২ হাজার ঘনফুট পাথর

একরাতেই নদীতে ফেলা হলো ১২ হাজার ঘনফুট পাথর

সিলেট সংবাদদাতা:

সিলেটে লাগামহীন লুটপাটে বিলীন সাদা পাথর রক্ষায় চলছে যৌথ বাহিনীর অভিযান। এ অভিযানে রাস্তায় আটকে দেওয়া হয়েছে পাথর বোঝাই প্রায় আড়াই শতাধিক ট্রাক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সিলেট-ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে ছিল এসব ট্রাক। টহল দল জানায়, বুধবার রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানে পাথরবাহী ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। এসবের মধ্যে ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই এলসি ট্রাক যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হচ্ছে। আর জব্দকৃত ট্রাক থেকে মূল পর্যটন স্পটে পাথর প্রতিস্থাপন চলমান।

এর আগে, গতকাল সিলেটের ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এরআগে বুধবার সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউজে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত এক সভায় ২৪ ঘণ্টা সাদা পাথর এলাকায় যৌথ বাহিনী দায়িত্ব পালন করাসহ পাঁচটি সিদ্ধান্তের কথা জানায় সিলেট জেলা প্রশাসন।

একইদিন সকালে দুদক সিলেট কার্যালয়ের ৯ সদস্যের একটি দল সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে লুটের ব্যাপারে স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে বলে মন্তব্য করে দুদক।

ছাতকে জামায়াত শিবিরের বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে সরকারি শিক্ষানীতি ও বর্তমান পাঠ্যপুস্তকের ভূল সংশোধনী নিয়ে শুক্রবারে মসজিদে বয়ান করায় গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল গোবিন্দগঞ্জ নতুন বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছালাম আল মাদানী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের এক নেতা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ৮ ফেব্রুয়ারি রোজ সোমবার বিকাল, তিন ঘটিকার সময় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়ন আওয়ামীগের উদ্দ্যোগে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেরারম্যান ফজলুর রহমান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। প্রধান অতিথি ফজলুর রহমান বলেন, জামায়াত নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছালাম আল মাদানীর নেতৃত্বে গত শুক্রবার ছাত্রলীগ নেতার উপর হামলা করা হয়। শুধু হামলা করে শেষ নয় তার মদত পুষ্ট স্থানীয় ও প্রবাসী বাহিনী দ্বারা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের