কলাপাড়ায় নারী ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

রোজি আক্তার হ্যাপী: কুয়াকাটা (পটুয়াখালী) থেকে :
পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণ অভিযোগে রিয়াজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে তাকে বালিয়াতলী ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে রিয়াজের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, রিয়াজ ও কিছু শ্রমিক লেমুপাড়া গ্রামে তরমুজ ক্ষেতে দিন মজুরের কাজ করতো। আর ওই নারী তাদের রান্নার কাজে সহায়তা করতো। গত সোমবার রাতে ওই নারীর বাবা তারাবি নামাজ পড়তে যায়। এসুযোগে লম্পট রিয়াজ ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যায়। পরে ওই নারী লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

তারেক রহমানের নির্দেশ অমান্য: বিএনপি নেতার বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিএনপি নেতা আবুল হোসেন খানের বিরুদ্ধে দলের কার্যক্রমে স্বেচ্ছাচারিতা ও কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক দলীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র কমিটি গঠনের বিষয়টি নিয়ে সারাদেশে দলীয় নেতারা ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলের চলমান কমিটি গঠন প্রক্রিয়ায় সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে থাকা ব্যক্তিদের সুযোগ দেয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির মাঠ পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
তারা বলেন সম্প্রতি জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হয়, চলমান কমিটি প্রক্রিয়ায় “এক নেতা এক পথ” কৌশল অবলম্বন করে দলের ত্যাগী নেতা-কর্মী যারা দুঃসময়ে মাঠ পর্যায়ে থেকে দলকে শক্তি যুগিয়েছে তাদের কি কমিটিতে সুযোগ দেয়া হবে। কিন্তু বাকেরগঞ্জের বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান তার পছন্দের ব্যক্তিদের মাধ্যমে পকেট কমিটি দেয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বলে এসব নেতাকর্মীরা অভিযোগ করেন। তারও আশঙ্কা করেন এই চলমান কমিটি গঠন প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক লেনদেন ও সুযোগ সুবিধার মাধ্যমে এলাকায় না থাকা এবং সংগঠনের সাথে দীর্ঘদিন অনুপস্থিত ব্যক্তিদের স্থান দেওয়ার ঘটনা দৃশ্যমান। আবুল হোসেন খানের এমন স্বেচ্ছাচারী ও দলীয় নেত্রীর সাংঘর্ষিক কর্মকাণ্ডের কারণে বিগত কয়েক বছরে বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বাকেরগঞ্জের মাঠ পর্যায়ের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলে দাবি স্থানীয় নেতৃবৃন্দের।

চলবে…..

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন